পাকিস্তানে ইতিমধ্যে চলতে থাকা রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যেই দেশের শীর্ষ বিচার বিভাগেও ফাটল দেখা দিতে শুরু করেছে। সোমবার, সুপ্রিম কোর্টের দুই বিচারপতি প্রধান বিচারপতির বেঞ্চ গঠন এবং স্বতঃপ্রণোদিত নোটিশ নেওয়ার ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মনসুর আলী শাহ এবং বিচারপতি জামাল খান মন্দোখেল, এই মাসের শুরুতে তাদের বিশদ অসম্মতি রায়ে, প্রধান বিচারপতির ‘ওয়ান ম্যান শো’ ক্ষমতার পর্যালোচনা চেয়েছিলেন।
পঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের নির্বাচনের বিষয়ে ২২ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি উমর ইতাহ বন্দিয়ালের নেওয়া একটি স্বতঃপ্রণোদিত নোটিশের মামলায় তাদের এই রায় ছিল।
গত ১ মার্চ পাঁচ সদস্যের বেঞ্চ রায় দেয়
১ মার্চ, আদালতের পাঁচ সদস্যের একটি বেঞ্চ, ৩-২ সংখ্যাগরিষ্ঠতায়, পাকিস্তানের নির্বাচন কমিশনকে পঞ্জাবের নির্বাচনের জন্য রাষ্ট্রপতি আরিফ আলভি এবং কেপিতে নির্বাচনের জন্য গভর্নর গুলাম আলীর সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেয়।