Steve Smith | IPL 2023: ফিরছেন আইপিএলে! স্মিখ নিজেই করলেন ঘোষণা, তবে রয়েছে ট্যুইস্ট

অস্ট্রেলিয়ার (Australia) তারকা ব্যাটার ও প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ (Steve Smith) সোমবার চমকে দিয়েছে ফ্যানদের। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে স্মিথ জানিয়েছেন যে, তিনি ফিরছেন আসন্ন আইপিএলে (IPL 2023)! চলতি বছর আইপিএল নিলামে (IPL Auction 2023) নিজের নাম নথিভুক্ত করাননি স্মিথ। তাহলে তিনি কীভাবে খেলতে চলেছেন! শোনা যাচ্ছে স্মিথকে ব্যাট-বল হাতে দেখা যাবে না। তিনি নাকি বেছে নেবেন মাইক্রোফোন। ক্রিকেট পণ্ডিত হিসেবে দেবেন ধারাভাষ্য। এমনই জোর খবর। স্মিথ তাঁর ভিডিয়োতে বলেছেন, ‘নমস্তে ইন্ডিয়া। আপনাদের জন্য দারুণ খবর রয়েছে। আমি আইপিএল ২০২৩-এ যোগ দিচ্ছি। ভারতের ব্যতিক্রমী ও প্যাশনেট একটি দলে যোগ দিচ্ছি।’ ৩৩ বছরের ক্রিকেটার টিভি ব্রডকাস্টিং টিমে যোদ দেবেন না ডিজিটাল ব্রডকাস্টিং টিমে যোগ দেবেন তা জানা যাচ্ছে না। কারণ এবার দু’টি ভিন্ন সম্প্রচারক দুই আলাদা প্ল্যাটফর্মে আইপিএল সম্প্রচার করবে।
 
২০২২ সালের আইপিএল নিলামে স্মিথ ছিলেন আনসোল্ড। সেই মরসুমেই শেষবার তাঁকে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা গিয়েছিল। ঋষভ পন্থের নেতৃত্বে খেলেছিলেন স্মিথ। ২০১৪-২০২০ পর্যন্ত স্মিথ ছিলেন রাজস্থান রয়্যালসে। ২০১৯ ও ২০২০ মরসুমে আইপিএলে নেতৃত্বও দিয়েছিলেন। রাজস্থান যখন নির্বাসিত হয়েছিল আইপিএল থেকে তখন স্মিথ রাইজিং পুণে সুপারজায়েন্টসের অধিনায়ক হয়েছিলেন। দলকে নিয়ে যান ফাইনালেও। সদ্য সমাপ্ত ভারত-অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কর ট্রফির অন্তিম দুই টেস্টে স্মিথ ছিলেন স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন। প্যাট কামিন্স মায়ের মৃত্যুর কারণে ফিরে গিয়েছিলেন দেশে। পাশাপাশি ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও তিনি ছিলেন অধিনায়ক। স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়া ২-১ ওয়ানডে সিরিজ জেতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.