তাহলে কি শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের (East Bengal) নতুন কোচ হতে পারেন সের্জিও লোবেরা (Sergio Lobera)? সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। তবে লাল-হলুদের হেড কোচ হওয়ার দৌড়ে খুব বেশি পিছিয়ে নেই আর এক ধুরন্ধর কোচ আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। ইস্টবেঙ্গল কর্তা ও বিনিয়োগকারী সংস্থার মধ্যে এই দুটি কোচকে নিয়েই বেশি আলোচনা হয়েছে। শোনা যাচ্ছে সের্জিও লোবেরা নাকি তাঁর পুরনো প্রতিদ্বন্দ্বী হাবাস থেকে এগিয়ে রয়েছে। আইএসএল-কে (ISL) অতীত করে এই মুহূর্তে চিনের ‘সিচুয়ান’ ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ৪৬ বছরের স্প্যানিশ কোচ। আর এক স্প্যানিশ হাবাসের কাছে অবশ্য এই মুহূর্তে কোনও চাকরি নেই।
সূত্রের আরও দাবি, লাল-হলুদের দায়িত্ব তুলে দেওয়ার জন্য আলবার্তো রোকা (Albert Roca) ও জোশ মোলিনাকে (José Francisco Molina) নিয়েই আলোচনা হয়েছিল। কারণ এই দু’জনও আইএসএল-কে হাতের তালুর মতো চেনেন। তবে শোনা যাচ্ছে ২০১৬ সালে এটিকে-কে আইএসএল দেওয়া মোলিনার ভারতের আসার খুব একটা ইচ্ছা নেই। অন্যদিকে একটা সময় বার্সেলোনা (Barcelona) সহকারী কোচ হিসেবে কাজ আলবার্তো রোকা এই মুহূর্তে বেঙ্গালুরু এফসি-র টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন ফলে তাঁর কলকাতায় আসার সম্ভাবনা নেই বললেই চলে।