এপ্রিল ফুলেই দামী হচ্ছে একগুচ্ছ জিনিস, সস্তাও হবে বেশকিছু…

 ১ এপ্রিল থেকে দাম বাড়ছে একগুচ্ছ জিনিসের। দাম বাড়ছে সিগারেট, সোনা ও প্লাটিনামের গয়না ও আমদানিকৃত দ্রব্যের।

  

2/6

১ এপ্রিল থেকে দাম বাড়ছে ও কমছে কোন কোন জিনিসের?

Costlier and Cheaper from 1 April

সেইসঙ্গে চলতি বাজেটেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ঘোষণা করেছিলেন যে রান্নাঘরের চিমনির কাস্টমস ডিউটি সাড়ে ৭ শতাংশ থেকে বেড়ে হবে ১৫ শতাংশ। ফলে দামী হচ্ছে কিচেন চিমনি।

  

3/6

১ এপ্রিল থেকে দাম বাড়ছে ও কমছে কোন কোন জিনিসের?

Costlier and Cheaper from 1 April

একইসঙ্গে স্থানীয়ভাবে নির্মাণে জোর দেওয়ার জন্য আমদানি শুল্ক বাড়ানোয় ১ এপ্রিল থেকে দামী হতে চলেছে ভিটামিন, গয়না, প্লাস্টিকের সামগ্রী, উচ্চমানের ইলেকট্রনিক সামগ্রী, হাই-গ্লস পেপার, ব্যক্তিগত জেট, হেলিকপ্টার, সিলভারের বাসন।

  

4/6

১ এপ্রিল থেকে দাম বাড়ছে ও কমছে কোন কোন জিনিসের?

Costlier and Cheaper from 1 April

তবে এর পাশাপাশি, বেশকিছু সামগ্রী সস্তাও হচ্ছে। যার মধ্যে অন্যতম মোবাইল ফোন। সস্তা হচ্ছে মোবাইল ফোন। সস্তা হচ্ছে ক্যামেরার লেন্স, কৃত্রিমভাবে তৈরি হীরে, লিথিয়াম আয়ন ব্যাটারি, বাইসাইকেল, এলইডি টিভি, খেলনা, ইলেকট্রিক গাড়ি  প্রভৃতি।

  

5/6

১ এপ্রিল থেকে দাম বাড়ছে ও কমছে কোন কোন জিনিসের?

Costlier and Cheaper from 1 April

এর পাশাপাশি, এবারের বাজেটে জামাকাপড়, ফ্রোজেন মুসেল, ফ্রোজেন স্কুইড ও কোকোয়া বিনসের উপর থেকে কাস্টমস ডিউটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

  

6/6

১ এপ্রিল থেকে দাম বাড়ছে ও কমছে কোন কোন জিনিসের?

Costlier and Cheaper from 1 April

একইসঙ্গে শুল্ক কমছে মিথাইল অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড, কাটা ও পালিশ করা হীরে, পেট্রোলিয়ামজাত পণ্য প্রভৃতির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.