১৪৬ দিনে সর্বোচ্চ! দেশে করোনার সংক্রমণ বাড়ার পিছনে অন্যতম কারণ…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৪৬ দিনের মধ্যে সর্বোচ্চ। করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা দেড় হাজারের গন্ডিও পেরিয়ে গেল। সবমিলিয়ে দেশে করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। এটা বলাই যায়।

  

2/6

ভারতে বাড়ছে করোনা!

Covid Spike In India

শুক্রবার, একদিনে দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৫৯০ জন। যার ফলে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৮,৬০১ জন।

  

3/6

ভারতে বাড়ছে করোনা!

Covid Spike In India

স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, দেশে আবার করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ার পিছনে রয়েছে করোনার নতুন স্ট্রেইন, XBB.1.16। যা কিনা ওমিক্রনের সাব ভ্যারিয়ান্ট।  

  

4/6

ভারতে বাড়ছে করোনা!

Covid Spike In India

দেশে করোনার সংক্রমণ বৃ্দ্ধি পেতেই বেড়েছে দৈনিক পজিটিভিটি রেট ও সাপ্তাহিক পজিটিভিটি রেট। দৈনিক পজিটিভিটি রেট এখন ১.৩৩ শতাংশ। আর সাপ্তাহিক পজিটিভিটি রেট ১.২৩ শতাংশ।

  

5/6

ভারতে বাড়ছে করোনা!

Covid Spike In India

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন করে প্রাণ হারিয়েছেন ৬ জন। তারমধ্যে ৩ জন মহারাষ্ট্রে। আর একজন করে কর্নাটক, রাজস্থান ও উত্তরাখণ্ডে।

  

6/6

ভারতে বাড়ছে করোনা!

Covid Spike In India

তবে এর  পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ সারিয়ে ৯১০ জন সুস্থও হয়ে উঠেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.