আসন্ন রাম নবমীর মাস উপলক্ষে ভারতজুড়ে সাজো সাজো রব পড়ে গিয়েছে। বাঙালিও তার ব্যতিক্রম নয়। বাংলার প্রতিটি গ্রামে গ্রামে প্রস্তুতি চলছে রাম নবমীর শোভাযাত্রার। তৈরী হচ্ছে গেরুয়া পতাকা‚ ছাপা হচ্ছে রামচন্দ্রের কাট আউট‚ জায়গায় জায়গায় যুক্তি তর্ক আলোচনা চলছে ভারতের জাতীয় নায়কের জীবন ও আদর্শ নিয়ে।
এমতাবস্থাতেই শ্রীরামের পথ নিয়ে বৌদ্ধিক চর্চাকে আরো আগ্রহ দিতেও ভারতীয় জনতা পার্টির ইন্টেলেকচুয়াল সেলের তরফ থেকে ভারতীয় তথা বাঙালি জীবনে রামের প্রভাব – এই বিষয়বস্তুর উপরে একটি অনলাইন প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
৩৫ বছরে মধ্যে যেকোনো যুবক যুবতী এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে পারবে। শব্দ সংখ্যা হবে অনধিক ১০০০টি। এপ্রিল মাসের ৮ তারিখের মধ্যে এই প্রবন্ধ জমা দিতে হবে নির্দিষ্ট হোঅ্যাাটস্যাপ নাম্বারে। টেক্সট বা ডক ফাইল বা পিডিএফ কিংবা নিতান্তই হাতে লেখা প্রবন্ধ – সমস্তকিছুই এই প্রতিযোগিতাতে গৃহীত হবে।
প্রতিযোগিতার শেষে থাকছে পুরষ্কারের ব্যবস্থাও। প্রথম – দ্বিতীয় এবং তৃতীয় তিনজনকে পুরষ্কার দেওয়া হবে। পুরষ্কার হিসাবে থাকবে মোট ১০‚০০০ টাকার জাতীয়তাবাদী আদর্শের বই।
পুরষ্কারপ্রাপ্ত প্রবন্ধ ছাড়াও অন্য মানসম্মত লেখাগুলোকে নিয়ে একটি বই ছাপানোর পরিকল্পনা আছে বলেও জানা গেছে।
প্রবন্ধ প্রতিযোগিতা
বিষয় : রামের বাংলা‚ বাংলার রাম।
শব্দ সংখ্যা ১০০০
সময় সীমা ৮ই এপ্রিল।
লেখার হেডিং – “বাংলার রাম, রামের বাংলা”
লেখার শেষে লেখকের নাম, ফোন নাম্বার, বয়স আর পোস্টাল এড্রেস অবশ্যই লিখতে হবে।
বয়স সীমা ৩৫ বছর
পুরষ্কার –
প্রথম পুরস্কার ৪৫০০ টাকার বই
দ্বিতীয় পুরস্কার ৩৫০০ টাকার বই
তৃতীয় পুরস্কার ২০০০ টাকার বই
লেখা পাঠানোর ঠিকানা –
8961994324 ( Souvik Dutta)
62893 42149 ( Saumak Podder)
Whatsapp only
পুরষ্কারপ্রাপ্ত লেখাগুলো পুস্তিকাতে স্থান পাবে।