রামচরিতমানসকে ভারতের জাতীয় গ্রন্থ হিসেবে ঘোষণা করার দাবি উঠল। রাষ্ট্রীয় পর্ব ইভাম উৎসব সমিতি নামে সংগঠনটি এই দাবি তুলেছে বলে জানাগেছে। এই সংগঠনটি আরএসএস’এর সঙ্গে যুক্ত।
মূলত উত্তর প্রদেশকে কেন্দ্র করে কাজ করে রাষ্ট্রীয় পর্ব ইভাম উৎসব সমিতি। তারা বৃহস্পতিবার লখনৌতে একটি কর্মসূচি থেকে রামচরিতমানসকে ভারতের জাতীয় গ্রন্থ হিসেবে ঘোষণা করার দাবি তুলেছে। সংগঠনটির বক্তব্য, রামচরিতমানস দেশে প্রত্যেক নাগরিকের পড়া উচিত। তাই এই গ্রন্থকে ভারতের জাতীয় গ্রন্থ হিসেবে ঘোষণা করা উচিত।
তুলসী দাসের লেখা রামচরিতমানস মূলত রামায়ণের উপর ভিত্তি করেই লেখা বহু পুরাতন গ্রন্থগুলির অন্যতম। যদিও এই বইটি নিয়ে বিতর্ক শুরু করেছে বিরোধী দল। কিছুদিন আগে সমাজবাদী পার্টির নেতা স্বামী প্রসাদ মৌর্য এই রামচরিতমানসের বিরোধিতা করে বিতর্কে জড়িয়ে ছিলেন। তাঁর দাবি, এই ধর্মগ্রন্থটি বর্ণভেদে উৎসাহ দেয়। তার কথায় কিছুদিন আগে আরএসএস প্রধান মোহন ভাগবত ঘোষণা করেছিলেন সমাজে জাতপাত থাকা উচিত নয়। কোনো ধর্মগ্রন্থে
জাতপাতের উল্লেখ নেই।পণ্ডিতরা নিজেদের স্বার্থে এই প্রথা তৈরি করেছিলেন, অথচ আরএসএস শাখা সংগঠন এমন একটি বইয়ের প্রচার করছে যাতে বর্ণভেদকে উৎসাহিত করা হয়েছে।