ভারতীয় সময় শুক্রবার ভোরে পানামার বিপক্ষে ফের মাঠে নেমে পড়ল বিশ্বজয়ী আর্জেন্টিনা। শুক্রবার সকালে ফের একবার তাঁরা প্রমাণ করল কেন তাঁরা বিশ্বজয়ী। একই সঙ্গে নিজের ঝুলিতে আবার একটি রেকর্ড তুলে নিলেন অধিনায়ক লিয়নেল মেসি। ২-০ গোলের জয়ে নিজে গোল করেছেন তিনি। আর এই গোলের পরেই আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৮০০ গোলের মেইলস্টোন ছুঁয়েছেন। যদিও এই মাইলফলকের দাবিদার একা মেসি নন। তাঁর আগেই এই রেকর্ড ছুঁয়ে ফেলেছেন আরেক কিংবদন্তী। পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একমাত্র অন্য খেলোয়াড় যিনি ৮০০ গোল করেছেন। তাঁর দখলেই রয়েছে কেরিয়ারের সর্বকালের সর্বোচ্চ সংখ্যক গোলের রেকর্ড। বর্তমানে ৮৩০ গোল রয়েছে রোনাল্ডোর নামের পাশে।
গত ডিসেম্বরে ফিফা বিশ্বকাপ ২০২২ শিরোপা জেতার পর লিওনেল মেসি এবং তাঁর আর্জেন্টিনা দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল কানায় কানায় পূর্ণ। ৮৩,০০০ ভক্তের চিৎকার বিফলে যায়নি। মেসির আর্জেন্টিনা শুক্রবার সকালে বুয়েনস আইরেসের মনুমেন্টাল ডি নুনেজ স্টেডিয়ামে বিশ্বকাপের পরে তাদের প্রথম জয় উদযাপন করার জন্য পানামাকে ২-০ গোলে হারিয়েছে। যদিও দুটি গোলই হয়েছে খেলা বেশ কিছুক্ষন গড়ানোর পরে।