Old Pension Scheme: কেন্দ্রীয় সরকারের বড় ঘোষণা, পুরোনো পেনশন স্কিম নিয়ে কর্মীদের উদ্দেশে বার্তা

পুরোনো পেনশন প্রকল্প (Old Pension Scheme) নিয়ে দেশে বিতর্ক চলছে। এই নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যেও প্রতিবাদ রয়েছে। ইতিমধ্যে, কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের ওল্ড পেনশন স্কিম (ওপিএস) পুনরুদ্ধারের দাবিতে ধর্মঘট বা বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়ে সতর্ক করেছে এবং তাদেরকে অংশগ্রহণ না করতে বলেছে। সম্প্রতি, ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং (DoPT) থেকে সমস্ত মন্ত্রকে পাঠানো চিঠিতে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে।

পেনশন স্কীম

চিঠিতে বলা হয়েছে যে ‘জয়েন্ট ফোরাম ফর রিস্টোরেশন অফ ওল্ড পেনশন স্কিমের’ ব্যানারে জাতীয় জয়েন্ট কাউন্সিল অফ অ্যাকশন বিশেষত ওপিএস-বিষয়ে সমাবেশ করার পরিকল্পনা করছে। কর্মী ও প্রশিক্ষণ বিভাগের মাধ্যমে জারি করা নির্দেশাবলী সরকারি কর্মচারীদের যে কোনও ধরনের ধর্মঘটে অংশগ্রহণ করতে নিষেধ করে। এর মধ্যে রয়েছে গণ আকস্মিক ছুটি, ধীর গতিতে বসে থাকা ইত্যাদি বা সিসিএস (আচরণ) বিধিমালা, ১৯৬৪-এর বিধান লঙ্ঘন করে এমন কোনও পদক্ষেপ যা বিধির ৭ নম্বর ধারা ভেঙে ধর্মঘটে উস্কানি দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.