জানুয়ারিতে হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পর আদানি গ্রুপের শেয়ারে ব্যাপক পতন হয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বরে, ১৫০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক গৌতম আদানির সম্পত্তি জানুয়ারিতে ৫৩ বিলিয়ন ডলারে নেমে এসেছে। আদানি বিশ্বের বিলিয়নেয়ারদের তালিকায় শীর্ষ ৩৫ জনেরও বাইরে বেরিয়ে যান এবং তার আদানি গ্রুপকে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল।
বিনিয়োগকারীদের ব্যাপক ক্ষতি
আদানি গ্রুপের শেয়ার কেনা বিনিয়োগকারীরাও ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। এখন গৌতম আদানির অবস্থায় গত কয়েকদিনে উন্নতি হচ্ছে এবং তিনি বিলিয়নেয়ারদের তালিকায় ১১ নম্বরে এসেছেন, হিন্ডেনবার্গ রিসার্চ আরেকটি নতুন ট্যুইট করেছে। হিন্ডেনবার্গ গবেষণা ‘আরেকটি বড়’ ঘোষণার ইঙ্গিত দিয়েছে।
ট্যুইটটি বেশ আগ্রহের সঙ্গে দেখা হচ্ছে
হিন্ডেনবার্গ রিসার্চ তার ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করেছে, ‘শীঘ্রই নতুন রিপোর্ট – আরেকটি বড় রিপোর্ট।’ এই ট্যুইটটি সারা বিশ্বের শেয়ার বাজারে খুব আগ্রহের সঙ্গে দেখা হচ্ছে। মানুষ ভাবছেন এবার কি হিন্ডেনবার্গের করা প্রকাশনা আমেরিকান ব্যাংক সম্পর্কে হবে?
হিন্ডেনবার্গের ট্যুইটের জবাবে একজন ভারতীয় ব্যবহারকারী লিখেছেন ‘আশা করি’, এটি অন্য কোনও ভারতীয় সংস্থার বিষয়ে হবে না। ব্যবহারকারী হিন্ডেনবার্গকে এই সময় একটি চিনা কোম্পানির বিষয়ে রিপোর্ট করার জন্য অনুরোধ করেছেন।