পাকিস্তানের সিন্ধু প্রদেশে ব্লাসফেমি আইনে এক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। ভগবান শ্রী হনুমানকে নিয়ে বিতর্কিত পোস্ট করার অভিযোগ রয়েছে ওই সাংবাদিকের বিরুদ্ধে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এ ব্যাপারে মিরপুরখাস শহরের স্যাটেলাইট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলাটি বেশ বিরল কারণ এটি বিশ্বাস করা হয় যে পাকিস্তানের ব্লাসফেমি আইন সংখ্যালঘুদের নিপীড়নের একটি অস্ত্র। প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত সংখ্যালঘু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে ব্লাসফেমির মামলা নথিভুক্ত করা হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের লোকদের বিরুদ্ধেও ব্লাসফেমির মামলা নথিভুক্ত করা হয়েছে।
পুরো ব্যাপারটা কী?
মিরপুরখাসের লুহানা পঞ্চায়েতের সহ-সভাপতি রমেশ কুমার দাবি করেছেন যে ১৯ মার্চ তিনি তার বন্ধুদের সঙ্গে ছিলেন যখন তিনি দেখেন যে আসলাম বালোচ নামে একজন স্থানীয় সাংবাদিক তার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ভগবান শ্রী হনুমানের একটি ছবি শেয়ার করেছেন। বালোচ ছবির সঙ্গে একটি বিতর্কিত মন্তব্যও লিখেছিলেন। এই বিষয়ে রমেশ থানায় অভিযোগ দায়ের করেন।