বুধবার বিকেল ৪.৪২ মিনিটে দিল্লিতে ফের ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে, রিখটার স্কেলে ২.৭ মাত্রার ভূমিকম্পটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিল্লিতে ৫ কিলোমিটার গভীরে হয়েছিল। মঙ্গলবার রাতে ১০.১৭ মিনিট নাগাদ দিল্লি-এনসিআর-এর প্রায় সমস্ত অংশে কম্পন অনুভূত হয়। একটি ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী অঞ্চল। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ এলাকায় ১৫৬ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হয়, যার ফলে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এর ফলে পায়ের নিচের মাটি কেঁপে উঠলে লোকজন ঘর থেকে বেরিয়ে আসেন।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির ট্যুইটারে লেখা হয়েছে, ‘ভূমিকম্পের মাত্রা: ২.৭, ২২-০৩-২০২৩, ১৬:৪২:৩৫ ভারতীয় সময়, অক্ষাংশ: ২৮.৬৬ এবং দ্রাঘিমাংশ: ৭৭.০৩, গভীরতা: ৫ কিমি, অবস্থান: নতুন দিল্লির ১৭ কিমি WNW।‘