জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগত কয়েক সপ্তাহ ধরে দেশে অত্যন্ত সংক্রামক টাইপ A ইনফ্লুয়েঞ্জা- H3N2 ভাইরাসের সংক্রমণ বেড়েছে। একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কোভিডের সংক্রমণও। ১২৯ দিন পর দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১০৭১ জন। এখন দুই ভাইরাসের সংক্রমণের ক্ষেত্রেই শরীরে সর্দি-জ্বরের উপসর্গ দেখা দেয়। ফলে প্রশ্ন উঠছে, কী করে বুঝবেন কোন ভাইরাসের সংক্রমণ ঘটেছে? কোভিড নাকি H3N2 ভাইরাস?
2/6
কোভিড বনাম H3N2: উপসর্গ
প্রসঙ্গত, দুধরনের ভাইরাস-ই ‘রেসপিরেটরি ইলনেস’ ক্যাটেগরির। পাশাপাশি, এই দুই ভাইরাস-ই বাতাসের মাধ্যমে ছড়ায়। তবে কিছু উপসর্গে মিল থাকলেও, দুই ভাইরাস দেহে সংক্রমণ ঘটায় ভিন্নভাবে। কোভিড যেখানে আপার ও লোয়ার রেসপিরেটরি ট্র্যাকে সংক্রমণ ঘটায়, সেখানে H3N2 ভাইরাসের সংক্রমণে শুধু আপার এয়ারওয়ে উপসর্গ দেখা যায়। যেমন, নাগাড়ে কফ, মাথাব্যথা, জ্বর, সাইনাসের ব্যথা। জ্বর কমে গেলেও, কফ থেকে যায় ২ থেকে ৩ সপ্তাহ। সেখানে কোভিড রোগীদের ক্ষেত্রে জ্বর ও কফ থাকতে পারে সপ্তাহের পর সপ্তাহ। যার ফলে নাগাড়ে কাশি ও গলাব্যথা হয়।
3/6
কোভিড বনাম H3N2: ইনকিউবেশন পিরিয়ড
ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড খুবই স্বল্প। সাধারণ ভাইরাল সংক্রমণের মত-ই। কোভিডের থেকে অনেক তাড়াতাড়ি শরীরে H3N2 সংক্রমণের উপসর্গ দেখা যায়। H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড ১ থেকে ৪ দিন। আর রোগী এক্ষেত্রে আপার রেসপিরেটরি উপসর্গগুলি লক্ষ্য করতে পারে। অন্য়দিকে কোভিডের ইনকিউবেশন পিরিয়ড ১ থেকে ১৪ দিন। শরীরে দুই ভাইরাসের সংক্রমণই ধরা পড়ে সোয়াব টেস্টে।
4/6
কোভিড বনাম H3N2: উপসর্গকে আলাদা করে কীভাবে চিনবেন?
কোভিড আপার ও লোয়ার দুই রেসপিরেটরি ট্র্যাকেই সংক্রমণ ঘটায়। যার ফলে ভীষণরকম বুকে ব্যথা, শরীরে অক্সিজেন লেভেল কমে যাওয়া, স্বাদ-গন্ধ চলে যাওয়া, শ্বাসকষ্ট প্রভৃতি উপসর্গগুলি দেখা যায়। অন্যদিকে H3N2 ভাইরাস সংক্রামিত রোগীদের ক্ষেত্রে জ্বর, কফ ও পেশিতে যন্ত্রণা হয়।
5/6
কোভিড বনাম H3N2: ভ্যাকসিন
প্রথমে না থাকলেও, পরবর্তীতে কোভিডের সংক্রমণের সঙ্গে মোকাবিলা করার জন্য বিভিন্ন ভ্যাকসিন এখন বাজারে রয়েছে। যেগুলি নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী নির্দিষ্ট সময়ে সেই ডোজ নিতে হয়। অন্যদিকে, H3N2-র সংক্রমণ মোকাবিলার জন্য রয়েছে ফ্লু ভ্যাকসিন। উল্লেখ্য, ১৯৬৮ সালে আমেরিকায় প্রথম H3N2 ভাইরাসের সংক্রমণ ঘটে। তখন থেকে পরিবেশেই রয়েছে এই ভাইরাস। আর কোভিডের সংক্রমণ প্রথম ঘটে চিনের ইউহান প্রদেশে ২০১৯-এ।
6/6