রাজ্যের নয় জেলায় আজও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে আজ থেকে দমকা ঝোড়ো হাওয়ার তীব্রতা কমবে। বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হবে রাজ্যজুড়ে।
যদিও জানা গিয়েছে যে বাড়বে বৃষ্টি। মঙ্গলবার বিকেল পর্যন্ত রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অব্যাহত থাকবে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। তবে সোমবার বেলা গড়ালেই সার্বিকভাবে রাজ্যে দমকা ঝোড়ো হাওয়ার প্রভাব কমবে। বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার বাইশে মার্চ থেকে আবহাওয়ার বদল হতে পারে।