বাংলা শিক্ষিকার প্রয়োজন নেই। পড়ুয়ারা বাড়িতেই তা পড়ে নেব। কলকাতা লাগোয়া এক ইংরেজি মাধ্যম স্কুলের এহেন টারমিনেশন লেটারে তাজ্জব এলাকা। প্রশ্ন উঠছে বাংলাতেই ব্রাত্য হয়ে গেল বাংলা ভাষা? এনিয়ে শুরু হয়ে গেল তুমুল বিতর্ক। চাপে পড়ে ওই চিঠির ভাষা সংশোধন করে নেওয়ার কথা বলল স্কুল কর্তৃপক্ষ।
বেলঘরিয়ার আড়িয়াদহ নোয়াপাড়া হোলি চাইল্ড স্কুলে বাংলা পড়ে মাত্র ৩ পড়ুয়া। তাই স্কুলে বাংলার শিক্ষিকার কোনও প্রয়োজন নেই। এই যুক্তিতেই চাকরি কেড়ে নেওয়া হল বাংলা শিক্ষিকার। যে চিঠি দিয়ে ওই বাংলার শিক্ষিকাকে আর স্কুলে আসতে নিষেধ করা হল সেখানেই লেখা হয়েছে বেশকিছু আপত্তিকর কথা।