পশ্চিমবঙ্গ এবং বিহারের সঙ্গে অন্ধ্রপ্রদেশের নাম নেয়া হত : এখন তারা গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটকের সারিতে

পশ্চিমবঙ্গে নারায়ণ এবং চৈতন্য স্কুলে ছেয়ে গেছে l ষ্টার জলসা এবং জি বাংলা সিনেমায় তেলুগু ছবির বাংলা ডাবিং হিট এবং প্রচুর দর্শক টানছে l দেব, জিৎরা তো গত দশ বছর তেলুগু ছবির রিমেক বানিয়েই টালিগঞ্জকে অক্সিজেন জুগিয়ে গেছেন l বাঙালী ইঞ্জিনিয়ার, ডাক্তাররা হায়দ্রাবাদে l তেলেঙ্গানা, অন্ধ্রতে মিঠা জল নেই অথচ কলকাতার বাজারে চিকেনের তিন থেকে চার গুন দামে ওরা আমাদের মাছ খাইয়ে যাচ্ছে l ডাক্তার দেখাতে ভেলোরের সঙ্গে বাঙালী আজ হায়দ্রাবাদও যাচ্ছে l বাংলার সবচেয়ে হিট সিনেমা ১০ কোটি টাকার বাজার নেই, অথচ তেলুগু ছবি ১০০০ কোটি, যদিও বাঙালীর চেয়ে তেলেগু জনসংখ্যা কম l পশ্চিমবঙ্গে যে দশটা ছবি সবচেয়ে বেশী বাজার করে গেছে দুটি তেলুগু ছবি এবং দুটি বাংলা l তেলুগু ডাবিং সিনেমার রেভিনিউ বেশী আমাদের রাজ্যে বেশী l IIT, এইমস, IIM, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে হার্ভার্ড সব জায়গায় তেলুগু সংখ্যা চোখে পড়ার মত l পৃথিবী সেরা টেক কোম্পানির শীর্ষেও সেই তেলুগু এবং এখনো একজন বাঙালীও সেই জায়গায় যায় নি ll সফটওয়্যার থেকে কনস্ট্রাকশন সব বাণিজ্যই তাঁদের কাছে l 90 এর দশক পর্যন্ত দারিদ্রের উদাহরণ হিসেবেই পশ্চিমবঙ্গ এবং বিহারের সঙ্গে অন্ধ্রপ্রদেশের নাম নেয়া হত l এখন তারা গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটকের সারিতে l

কিন্তু কিভাবে?

আবার সেই ভারতীয় রাজনীতির দ্বিতীয় চানক্যকে নিয়ে লিখতে হয় l কিভাবে দরিদ্রতম এক রাজ্যকে বিনা ডোল রাজনীতিকে আজ দেশের অন্যতম সফল রাজ্যের পরিণত করলেন l

1992 অন্ধ্রপ্রদেশ বিধানসভা ভোটের আগে যখন এন টি আর এই ঘোষণা করেন দুটাকা কিলো চাল দেবেন, নরসিমা রাও কার্যত আত্মসমর্পন করেন এবং অন্যভাবে নিজের ঘুঁটি সাজাতে শুরু করেন l 1991 তে যখন তিনি ক্ষমতায় আসেন, তখন দেশ দেউলিয়া হবার পথে l ডোল রাজনীতির পুনরাবৃত্তি করতে চান না তিনি l ওদিকে অন্ধ্রে হারলে দিল্লিতে ওনার অবস্থা খারাপ করে দেবে সোনিয়া ব্রিগেড l দলের ভিতরে এবং বাইরেও l স্থিতপ্রজ্ঞ রাও আপাতত ভোটে হারার সিদ্ধান্ত নিলেন l অন্ধ্রকে দুই টাকা কিলো চাল খাওয়ানোর কথা বললে, সারা ভারত চাইবে l সবে অক্সিজেন পাওয়া ভারতীয় অর্থনীতি আবার অন্ধকারে নিমজ্জিত হবে l উনি জানতেন আগামী পাঁচ বছরে যদি নিজের রাজ্যের মানুষের ভাগ্যের চাকা না ঘোরানো যায়, তবে দারিদ্র আরও কয়েক দশক ভোগাবে তেলুগু ভাইবোনদের l

হেরে গেলেন রাও l ভোটে জিতে এন টি আর দিল্লিতে এলেন এবং দুই টাকায় চাল খাওয়ানোর জন্য যে অতিরিক্ত খরচা লাগবে, সেটা নরসিমা রাওয়ের কাছে চেয়ে তাঁকে আরও বিপদে ফেললেন l

দরিদ্র রাজ্য l ক্ষমতায় একজন দায়িত্বজ্ঞানহীন মানুষ l ৭৯৯ বছর পর দেশ যখন আবার সঠিক দিকে যাচ্ছে, কিন্তু অসহায় দেশের কর্ণধার l তাহলে কি দুটাকা কিলো চালের খুড়োর কালের পিছনে দৌড়ে আসল খেলা থেকে সরে যাবে অন্ধ্র? কি করবেন ভারতীয় রাজনীতির চানক্য?

চানক্য চাণক্যের কাজই করলেন l রামারাওকে বললেন হায়দ্রাবাদ ফিরে গিয়ে দুই টাকা কিলো চালের পয়সার জন্য অপেক্ষা করতে l তিনি সময়মত পাঠিয়ে দেবেন l কয়েক মাসের মধ্যেই ভাঙ্গন ধরালেন তার পরিবারে l তার উচ্চাকাঙ্খী সেজ জামাই চন্দ্রবাবু নাইডুকে দিয়ে পরিবারে ভাঙ্গন ধরিয়ে ক্ষমতা থেকে সরিয়ে দিলেন এন টি আরকে l

আগামী দেড় দশকে চন্দ্রবাবু নাইডু ও রাজশেখর রেড্ডির নেতৃত্বে একের পর এক সফটওয়্যার কোম্পানি, সড়কপ্রকল্প, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সেচ প্রকল্প, বিমানবন্দর এবং বন্দরে পাল্টে গেল অন্ধ্র l বিহার, পশ্চিমবঙ্গর সারি থেকে নিজের নাম সরিয়ে তেলুগুরা বসলো মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটকের সারিতে l উঠে এলো কয়েক হাজার উদ্যোগী ব্যাবসায়ী যারা সফটওয়্যার থেকে কনস্ট্রাকশন থেকে মাছের ভেড়িতে বিনিয়োগ করলেন।

মানুষের হাতে পয়সা এলে মানুষ সাংস্কৃতির কথা ভাবে l নইলে সেই ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়’ l তাই RRR এর গান অস্কার পেলে আপাতত বাঙালীর বার্নল ব্যাবহার ছাড়া কিছু করার নেই l আমাদের রাজ্যে রাওএর মত বাজার অর্থনীতিতে বিশ্বাসী মানুষ জন্মান না l এখানে অশোক মিত্র, অর্জুন সেনগুপ্ত, ভবানী সেনগুপ্ত, অমর্ত্য সেন, অসীম দাশগুপ্ত, প্রণব মুখার্জী, মমতা ব্যানার্জীর মত ‘সাম্যবাদী’রা জন্মেছেন l আসুন তাঁদের পুজো করি l তেলুগুদের ঘরে যখন লক্ষীদেবী স্বয়ং বিরাজ কিরছেন, আমরা তখন লক্ষীর ভান্ডারকে পুজো করে সাম্যবাদের উপাসনা করি l

সুদীপ্ত গুহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.