এখনও খোঁজ নেই রাজ্যের গোয়েন্দা প্রধান রাজীব কুমারের। ছুটির মেয়াদ শেষ হলেও কাজে যোগ দেননি।কোথায় আছেন তিনি জানে না সিবিআই। গ্রেফতারি এড়াতে রাজীব আগাম জামিনের জন্য আবেদন করেছেন কলকাতা হাইকোর্টে। আজ সোমবার ফের হাইকোর্টে তার আগাম জামিনের শুনানি হবে।
প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার ফের রক্ষাকবচ পাবেন? নাকি আগের রায়ই বহাল থাকবে? কি হবে, তা জানা যাবে আর কয়েক ঘন্টা পরই। রাজীব কুমারকে নিয়ে আজ সিবিআইয়ের পাশাপাশি রাজ্যের নজর থাকবে আদালতে।
আজ সোমবার কলকাতা হাইকোর্টে ফের শুরু হবে সারদা মামলায় রাজীব কুমারের আগাম জামিনের আবেদনের শুনানি। গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার পরপর তিনদিন শুনানি হয়েছে। বিচারপতি শহীদুল্লাহ মুন্সী ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে।
সিবিআই সূত্রে খবর, কলকাতা হাইকোর্টে প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার যদি আগাম জামিন পেয়ে যায়, তাহলে সেই রায়কে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সূত্রের খবর, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের খোঁজে এবার সিআরপিএফের সাহায্য নিতে চলেছে সিবিআই। টানা দুই সপ্তাহ ধরে রাজীবের খোঁজে তল্লাশি চালিয়ে আপাতত তল্লাশি বন্ধ রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা। আজ সোমবার শুনানিতে কলকাতা হাইকোর্ট কি জানায় তা দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবে সিবিআই।
রাজীবের আইনজীবীদের অনুরোধ মেনেই কলকাতা হাইকোর্টে রাজীব কুমারের আগাম জামিন সংক্রান্ত মামলার শুনানি হচ্ছে একটি রুদ্ধদ্বার কক্ষে অর্থাৎ ইন ক্যামেরা। সেখানে মামলায় যুক্ত ব্যক্তিরা ছাড়া অন্য কোনও ব্যক্তিকে ঢোকতে দেওয়া হচ্ছে না। এমনকি সাংবাদিকদেরও এজলাসে উপস্থিত থাকার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট৷
প্রসঙ্গত, রাজীব কুমারের উপর থেকে উঠে গিয়েছে রক্ষাকবচ। আলিপুর আদালত প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনারের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। আদালত তার নির্দেশে জানিয়ে দেয় যে, গ্রেফতারি পরোয়ানার কোনও প্রয়োজন নেই। সিবিআই তাঁর ক্ষমতা বলেই রাজীব কুমারকে গ্রেফতার করতে পারে।