গত সপ্তাহে জঙ্গিদের অস্ত্রশস্ত্র দেওয়ার জন্য সীমান্ত পেরিয়ে উড়ে এসেছিল পাকিস্তানের কয়েকটি ড্রোন বিমান। ধৃত এক জঙ্গিকে জেরা করে একটি ড্রোনের সন্ধান মিলল সীমান্তের কাছে। গত সপ্তাহে আরও একটি ড্রোন পাওয়া গিয়েছিল তরণ তারণ জেলায়। শুক্রবার আটারি সীমান্তের কাছে দ্বিতীয় ড্রোনের সন্ধান পাওয়া যায়।
পুলিশ সূত্রে খবর, এদিন যে ড্রোনটি পাওয়া গিয়েছে তাতে যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল। তাই চালকবিহীন সেই বিমানটি পাকিস্তানে ফিরে যেতে পারেনি। এক জঙ্গি তখন সেটি লুকিয়ে রাখে ধানক্ষেতের মধ্যে। সেই জঙ্গির নাম আকাশদীপ। পরে সে ধরা পড়ে। পাঞ্জাব পুলিশের গোয়েন্দারা আকাশদীপকে জেরা করে সেই ড্রোনের কথা জানতে পারেন। শুক্রবার সেই জঙ্গিই গোয়েন্দাদের পথ দেখিয়ে পড়ে থাকা ড্রোনের কাছে নিয়ে যায়।
পাঞ্জাব পুলিশের সন্ত্রাস দমন শাখার উচ্চপদস্থ পুলিশ অফিসার বলবীর সিং বলেন, গত সপ্তাহে জানা যায়, কয়েকটি পাকিস্তানি ড্রোন অমৃতসরে এ কে ৪৭ রাইফেল নামিয়ে দিয়ে গিয়েছে। জম্মু-কাশ্মীরে গোলমাল পাকানোর জন্য জঙ্গিদের হাতে অস্ত্রগুলি তুলে দেওয়ার কথা ছিল। ১০ দিনে মোট আটবার ভারতে ঢোকে ড্রোনগুলি।
প্রতিটি ড্রোন পাঁচ কেজি পর্যন্ত অজনের মাল বহন করতে পারে। তারা খুব নিচু দিয়ে ওড়ে বলে অনেক সময় রেডারে ধরা পড়ে না।
বিএসএফের এক অফিসার জানিয়েছেন, ওই ড্রোনগুলি রেডারে ধরা তো পড়েই না, এমনকি খালি চোখেও দেখা যায় না। কারণ তারা উড়ে আসে রাতের অন্ধকারে। সোমবার পাঞ্জাবের তরণ তারণ জেলা থেকে খলিস্তান জিন্দাবাদ ফোর্সের চার জঙ্গি ধরা পড়ে। তাদের থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। ড্রোন বিমানগুলিই ওই অস্ত্র ফেলে গিয়েছিল। তখনই একটি ড্রোনের সন্ধান পান পুলিশকর্মীরা। সেটিও পাকিস্তানে ফিরে যেতে পারেনি। জঙ্গিরা ড্রোনটি পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল। কিন্তু পুরো বিমানটি পোড়াতে পারেনি। এরপরে শুক্রবার দ্বিতীয় ড্রোনটি উদ্ধার হয়েছে।