বাঙালীর দুর্গাপুজোয় সেজে উঠলেন পতৌদি পরিবার, দেখুন ভিডিয়ো

‘বাজলো তোমার আলোর বেণু, মাতলো যে ভুবন’- শারদীয়া অর্থাৎ বাঙালীর সবচেয়ে জনপ্রিয় উৎসব দুর্গা পূজা আগত। চারিদিকে আনন্দের ঘনঘটা, আকাশে বাতাসে শিউলির মিষ্টি সুবাস, কাশফুলের আনাগোনা, শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা, ঢাক ও কাঁসরের আওয়াজ, প্রতিমা তৈরি প্রায় শেষের মুখে – এইসব যেন আরও বেশি করে মনে করিয়ে দেয় যে, মায়ের আগমনীর সময় এসে গেছে, সপরিবারে বাবার ঘরে ফিরছেন উমা (দুর্গার আরেক নাম)। মূলত, বাঙালি হিন্দুদের সর্বপ্রধান ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক উৎসব হল শারদীয় দুর্গোৎসব। আনন্দময়ী দুর্গতিনাশিনী, দুর্গতিহারিণী, মহিষাসুরমর্দিনী মা দুর্গার আগমন বার্তায় মর্ত্য যেন আনন্দমুখর হয়ে ওঠে। বাঙালি আর দুর্গাপুজো যেন একে অপরের পরিপূরক। বাঙালি হিন্দুরা আবেগ, উচ্ছ্বাস, ধর্মীয় রীতি মেনে পুজো করেন মহামায়াকে। উৎসবের এই আলোর রোশনাই ছড়িয়ে পড়ে দেশজুড়ে। সত্যি বলতে শুধুমাত্র বাংলায় নয়, এখন সারা বিশ্বে দুর্গাপুজো ছড়িয়ে গেছে। পুজোর পাঁচদিন সব কাজকর্ম ভুলে প্রত্যেকেই মেতে ওঠে দুর্গাপুজোর আনন্দে।

প্রতি বছর মা দুর্গা দশমীর দিন তার স্বামীর বাড়ি ফিরে যাওয়ার পরই বাঙালীরা আবার পরের বছরের পুজো আসার দিন গুনতে শুরু করে। আর, বাঙালীর এই দুর্গাপুজোর ভালোবাসা, আনন্দ, সংস্কৃতির কাহিনীই এবার বিজ্ঞাপনের মাধ্যমে সবার সামনে তুলে ধরলেন বলিউড খ্যাত সইফ আলি খান এবং সোহা আলি খান। পুজোয় ‘হাউস অফ পতৌদি’-র বিজ্ঞাপনে এবার দেখা গেল সইফ আলি খান এবং সোহা আলি খানকে। এখানে দুই ভাই-বোনকেই একসঙ্গে দুর্গাপুজোয় অংশ নিতে দেখা যাচ্ছে।

দেখুন সেই ভিডিয়ো…

বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, সইফ আলি খান যখন লন্ডনে দুর্গাপুজো দেখছেন, সেই সময় কলকাতায় থেকে কলকাতার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আনন্দ উপভোগ করছেন সোহা আলি খান। এমনকি, এই বিজ্ঞাপনে ভাই-বোনকে একে অপরের সঙ্গে বাংলায় কথা বলতেও শোনা যায়। অবশ্য, বাংলা ও বাঙালীর সঙ্গে সোহা- সইফের কানেকশন বরাবরই ছিল। এবার, তাদের বাঙালীয়ানার ঝলক দেখা গেলো দুর্গাপুজো স্পেশাল ভিডিওতেও। সইফ আলি খান ও সোহা আলি খান দুজনই বিখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সন্তান। তাই, বাংলা ও বাঙালিয়ানা যাঁর শিকড়ে, তাঁর সন্তানরা যে বাংলা বলতে পারবেন ও দুর্গা পূজায় অংশ নেবেন, এটাই স্বাভাবিক। ‘হাউস অফ পতৌদি’-র বিজ্ঞাপনে তা আরও একবার পরিষ্কার হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.