মৈত্রেয়ী ভট্টাচার্য: বজ্র-বিদ্যুৎ-সহ কালবৈশাখির পূর্বাভাস রাজ্যে। উত্তরবঙ্গে আগামী ২৪ঘণ্টায় সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর।
2/5
বাংলার আবহাওয়া
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দর্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টির সম্ভাবনার কথা বলেছে হাওয়া অফিস। আগামী ৪৮ ঘণ্টায় দুই দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে শিলাবৃষ্টির সম্ভবনা আছে।
3/5
বাংলার আবহাওয়া
১৬ থেকে ১৯ তারিখ ঝড়বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি হবে দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে ১৬ এবং ১৭ মার্চ ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ১৮ ও ১৯ মার্চ বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে। তখন ঝড়ের মাত্রা কমে ৩০-৪০ কিমি হবে।
4/5
বাংলার আবহাওয়া
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোয় শিলাবৃষ্টির সম্ভাবনা ১৬-১৭ তারিখ। বাজ পরার আশঙ্কা রয়েছে ১৬-১৯ তারিখের মধ্যে। সাবধানতা বজায় রাখার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে নিজের ২০ কিমি রেডিয়াসে কোথায় বাজ পড়ছে, তা জানতে দামিনী অ্যাপ ব্যবহারের পরামর্শ রয়েছে।
5/5