ফের এক প্রতিবাদীর মৃত্যু! বেপরোয়া বাইক চালিয়ে আসছিল কয়েকজন যুবক। তা দেখে প্রতিবাদ করেন অন্য আরেক যুবক। তখনই তাঁকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজি করে বাইক আরোহীরা। তা দেখেই ছুটে যান এক শিক্ষক। বাধা দেন। আর তারপরই আক্রান্ত হন ওই শিক্ষক। অভিযোগ,তাঁকে রাস্তায় ফেলে বুকে ঘুষি ও লাথি মারে ওই বাইক আরোহীরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় ওই প্রতিবাদী শিক্ষকের। মৃতের নাম লক্ষীরাম টুডু। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার শ্রীরামপুর এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে ওই শিক্ষকের পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলার রুজু করা হয়েছে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ডেবরা ব্লকের শ্রীরামপুর বাজার দিয়ে তিন যুবক বেপরোয়া ভাবে বাইক চালিয়ে যাওয়ার সময় জয়ন্ত আদক নামে এক যুবক প্রতিবাদ করেন। তখনই বাইক থেকে নেমে ওই যুবককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে বাইক আরোহীরা। তা দেখে ঘটনাস্থলে ছুটে আসে ১১/১ রাধামোহনপুর অঞ্চলের ভারত জাকাত পরগনা মহলের সহ-সভাপতি পেশায় শিক্ষক লক্ষীরাম টুডু। তিনি ওই বাইক আরোহীদের গালিগালাজ করার প্রতিবাদ করেন। তখনই ওই বাইক আরোহীরা শিক্ষক লক্ষীরাম টুডুকে রাস্তার উপরে ফেলে বুকে ঘুষি ও লাথি মারে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ওই শিক্ষক।