সকাল থেকেই আকাশের মুখ ভার। এরকম এক অবস্থায় বৃষ্টি, ঝড়, শিলাবৃষ্টির কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। বুধ থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচ জেলায় হতে পারে শিলাবৃষ্টি। এরকম আবহাওয়া চলবে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত।
উত্তরবঙ্গ
আজ বুধবার, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা এবং শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে এই পরিস্থিতির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে। কোথাও কোথাও হালকা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গ
বুধবার থেকে শুক্রবারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা এবং ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলাতে।
শনিবার থেকে এই দুর্যোগ আরও বাড়তে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকছে একই সঙ্গে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে।