অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসুকে তলব করল ইডি। পয়লা মার্চ সঞ্জয় বসুর বারিতে তল্লাশি চালায় ইডি। প্রায় ২৩ ঘন্টা ধরে চলে তল্লাশি। রাজ্য সরকারের প্যানেলভুক্ত এই আইনজীবীকে এবার তলব করল ইডি। জানা গিয়েছে, দুটি চিটফান্ড কেলেঙ্কারি মামলার সূত্রে এই তল্লাশি চালানো হয়। এবার এই মর্মেই বুধবার সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে তলব করা হয়েছে তাঁকে।
পয়লা মার্চ দিল্লি থেকে ইডির এক প্রতিনিধি দল আলিপুর বর্ধমান রোডের অভিজাত আবাসনে ওই আইনজীবীর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। সেই সময়ে জানা যায়, বেশ কিছু ব্যাঙ্ক অ্যকাউন্ট সংক্রান্ত নথি উদ্ধার করা হয়। কবে কি সম্পত্তি এবং কেন তা কেনা হয়েছিল সবটাই খতিয়ে দেখছেন আধিকারিকরা। জানা যাচ্ছে, ইডি আধিকারিকরা ওই আইনজীবীর কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন অসঙ্গতি লক্ষ্য করেছেন। সেই সব লেনদেন সংক্রান্ত বিষয়ে আরও নিশ্চিত হওয়ার জন্য নথি জমা করতে বলা হয় তাঁকে।
সঞ্জয় বসুর বাড়িতে ইডির তল্লাশি নিয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে এক সাংবাদিক বৈঠকে ২ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আমার সরকারি আইনজীবী সঞ্জয়। অনেক সরকারি কাগজ ওর কাছে আছে। মামলার কাগজ। গতকাল সকাল থেকে মেঘালয়ের ফল ঘোষণা পর্যন্ত তল্লাশি চলছে। ভাবা যায়? এটা কি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়? ও আমারও আইনজীবী, আমার সরকারের আইনজীবী’।