ব্যাগে গরুর মাংস। এই অভিযোগে নাসিব কুরেশি নামে এক বৃদ্ধকে পিটিয়ে মারল গ্রামবাসীরা। বিহারের সারনের ঘটনায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।
মৃতের ভাইপো ফিরোজ আহমেদ কুরেশির অভিযোগ, কাকার ব্যাগে গরুর মাংস আছে সন্দেহে স্থানীয় পঞ্চায়েতের মুখিয়া গ্রামের যুবকদের দিয়ে তাঁদের পথ আটকে মারধর করার ফতোয়া জারি করে। তিনি কোনওরকমে পালিয়ে বাঁচলেও কাকাকে পিটিয়ে খুন করা হয়।
তাঁর অভিযোগ স্থানীয় থানায় গিয়ে ঘটনার কথা জানালেও পুলিশ অভিযোগ কানে তোলেনি। অনেক চেষ্টার পর পুলিশ গুরুতর আহত নাসিবকে হাসপাতালে নিয়ে গেলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। অবস্থা গুরুতর বুঝে চিকিৎসকেরা আহতকে পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথে মারা যান নাসিব।
সারনের পুলিশ সুপার গৌরব মঙলা জানিয়েছেন, ওই ঘটনায় খুনের মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় সরপঞ্চ সুশীল সিং-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে মৃতের ব্যাগে গরুর মাংস ছিল কিনা সে ব্যাপারে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি।