জোর করে জমি দখল করে নিজের নামে করেছেন বীরভূম জেলার তৃণমূলের নেতা আব্দুল করিম খান। মঙ্গলবার সকালে নানুর থানার অন্তর্গত বাসপাড়া গ্রামে জমি হারা মহিলারা বাসাপাড়ার মিলন মেলার মাঠের সামনে বিক্ষোভ দেখায়। পাশাপাশি তারা অভিযোগ করেন, মিলন মেলার মাঠের জমি জোরপূর্বক প্রভাব খাটিয়ে ভয় দেখিয়ে নিজের নামে লিখিয়ে নিয়েছেন বীরভূম জেলা পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খান।
অভিযোগকারীদের দাবি, মিলনমেলা মাঠের যে জমি সেই জমি জোরকরে লেখানোর পেছনেও অনুব্রত মণ্ডলের হাত রয়েছে। এই সমস্ত বিষয়গুলিতে বিচার চাইতেই পথে নেমেছে বাসাপাড়ার সাধারণ মহিলারা ও পুরুষরা। এই জমির পরিমাণ প্রায় ৪৫ বিঘা। ২২ থেকে ২৫ জনের কাছ থেকে জোর করে ওই জমি লিখিয়ে নেওয়া হয়েছে এমনটাই অভিযোগ বিক্ষোভকারীদের।
যদিও এই অভিযোগ অস্বীকার করে কেরিম খান বলেছেন, কোনও অবৈধ কাজ করা হয়নি। কিছু মাফিয়া কয়েকজন মহিলাকে জোর করে পাঠিয়ে এইসব করাচ্ছে। মেলার মাঠের এই জমি এলাকার মানুষ স্বেচ্ছায় দিয়েছেন। ট্রাস্টের নামে এই জমি দান করা হয়েছে। এই মানুষগুলোই এ নিয়ে খুব শীঘ্রই মুখ খুলবে।