জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে বন্য হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটে বাঘমুন্ডি থানার মাঠা বনাঞ্চলের কুদনা বীটের অন্তর্গত বনমালী পেটি পাথর জঙ্গলে। নিহতের নাম মঙ্গল সিং মুড়া (৪৫)। তাঁর বাড়ি বাঘমুন্ডি থানার মাদলা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার মঙ্গল সিং মুড়া সহ আরো দু’জন ওই জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন। ওই দুজন বাড়ি ফিরলেও মঙ্গল সিং মুড়া বাড়ি ফিরেননি। তার খোঁজ পাননি সঙ্গীরা। পরিবারের লোকজন খুঁজাখুঁজি করার পরেও তাঁকে পাওয়া যায়নি। আজ সকালে গ্রামবাসীরা জঙ্গলের মধ্যে মৃত অবস্থায় মঙ্গল সিং মুড়াকে দেখতে পান। আজ সকাল দশটা নাগাদ খবর পায় বন বিভাগ।
খবর পেয়ে মাঠা বনাঞ্চলের আধিকারিক, কুদনা বীটের আধিকারিক এবং বাঘমুন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা ওই দুই সঙ্গীর সঙ্গে কথা বলেন। দেহটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।