ঠিক তিন বছর আগের ঘটনা। উরিতে সেনা ছাউনিতে হামলা চালিয়েচিল পাক জঙ্গিরা। প্রতিশোধ নেওয়ার জন্য ফুঁসছিল গোটা দেশ। আর তার মধ্যেই সবার অজান্তে পাকিস্তানে ঢুকে বদলা নিয়ে ফিরে আসে ভারতীয় সেনা। সেই ২৮ সেপ্টেম্বরের স্মৃতির কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মার্কিন সফর সেরে দিল্লিতে ফিরেই প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ‘সার্জিকাল স্ট্রাইক’ -এর কথা মনে করেন। মোদী বলেন, ‘‘তিন বছর আগে সে-ও এক ২৮ সেপ্টেম্বরের রাত ছিল। আমি গোটা রাত জেগে ছিলাম। চোখের পাতা এক করতে পারিনি, কখন টেলিফোন বাজবে। ভারতের বীর জওয়ানদের সার্জিকাল স্ট্রাইক সোনার অক্ষরে লেখা রয়েছে, যাঁরা মৃত্যুকে মুঠোয় নিয়ে রওনা হয়েছিলেন।’’
২০১৬ সালে উরিতে সেনা ছাউনিতে ভয়াবহ বিস্ফোরণে রক্তাক্ত হয়েছিল ভূস্বর্গ।
গর্বের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ এর ৩ বছর পূর্তি। ২০১৬ সালের সেই রাতে পাকিস্তান যা স্বপ্নেও ভাবতে পারেনি, তাই করে দেখিয়েছিল ভারতীয় ‘থিঙ্ক ট্যাঙ্ক’। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে সঙ্গে নিয়ে একটি টিম গোটা সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা করে। সেই মতো চলে পাকিস্তানের মাটিতে ভারতীয় সেনার ঢুকে জঙ্গি নিধনের অভিযান। যে অভিযান উরি হামলায় শহিদ ১৭ জন সেনা জওয়ানের মৃত্যুর প্রতিশোধ নিয়েছিল।
গোটা বিশ্বের কাছে এক স্পষ্ট বার্তা দিয়েছিল ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ৭ টি লঞ্চপ্যাডকে নিশানা ভারতীয় সেনার ৭ টি লঞ্চপ্যাডকে নিশানা ভারতীয় সেনার গভীর রাতের অন্ধকারে ২০১৬ সালে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে জঙ্গিদের ৭ টি লঞ্চপ্যাড গুঁড়িয়ে দিয়ে আসে ভারতীয় সেনা। তাঁরা পাক মাটিতে নিকেশ করতে থাকেন একের পর এক জঙ্গিকে। পাাকিস্তানের মধ্যে ৫০০ কিলোমিটার ভিতরে যখন ভারতীয় সেনা ঢুকে গিয়েছে, তখন গোটা অপরেশনের ছবি আকাশপথে ড্রোন দিয়ে তোলা হচ্ছিল ভারতের তরফে।