গণিতে দেশের সর্বোচ্চ সম্মান পেতে চলেছেন কলকাতার মেয়ে। নীনা গুপ্তা পাচ্ছেন শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার পাচ্ছেন তিনি। সর্বকনিষ্ঠ হিসেবে এই পুরস্কার পাচ্ছেন তিনি।
বয়স ৩৫-এর কাছাকাছি। এই বছরের প্রাপকদের মধ্যে একমাত্র নীনাদেবীই রাজ্যে গবেষণারত। তিনি বরানগরের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের (আইএসআই) রাশিতত্ত্ব ও গণিত বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর।
কলকাতার বেথুন কলেজে পড়াশোনা করেছেন তিনি। এই প্রাক্তনী ইতিমধ্যেই ‘জারিস্কি ক্যানসেলেশন প্রবলেম’-এর সমাধান বাতলে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন। পেয়েছেন রামানুজন পুরস্কারও। ছয় তরুণ বিজ্ঞানী এই বছর ভাটনগর পুরষ্কার পেয়েছেন।
গণিতে তাঁর গবেষণার জন্যই এই সম্মান দিয়েছে কেন্দ্রীয় সরকার। মা জ্ঞানলতা গুপ্তের কাছ থেকেই অঙ্কের প্রতি তিনি অনুপ্রেরণা পেয়েছেন বলে জানিয়েছেন।
তিনি বলেন, ‘এই পুরষ্কার আমার কাছে স্বপ্নের মতো। অঙ্কের প্রতি ছোটবেলা থেকেই ভালবাসা ছিল। তবে মা ছিল আমার অনুপ্রেরণা।’