মুসলিম রাষ্ট্র মালয়েশিয়ায় ১৯৩০ থেকে হয়ে চলেছে পূজা, বিশ্বের ১৫০ টি যায়গায় পালিত হয় এই উৎসব

দুর্গা পূজা শুধু ভারতেই না বিশ্বের অনেক কয়েকটি দেশেই পালিত হয়। এছাড়াও বিশ্বের মুসলিম প্রধান দেশ যেমন মালয়েশিয়া, বাংলাদেশেও পালিত হয় দুর্গা উৎসব। নয় দিনের এই পবিত্র উৎসব আজ রবিবার থেকে শুরু হচ্ছে। এই উৎসব গোটা দেশে খুবই উদ্দীপনার সাথে পালিত হয়। আজ আমরা আপনাদের জানাতে চাই এই দুর্গা পূজার গুরুত্ব ভারতের বাইরে ঠিক কতটা? আর কোন কোন দেশে এই উৎসব পালিত হয়?

শক্তির দেবী মা দুর্গার পূজা আজ শুধু ভারতেই না, গোটা বিশ্বে হয়। ভারত আর বাংলাদেশ সমের ৩৬ টি দেশের ১৫০ এর বেশি যায়গায় এই উৎসব পালিত হয়। আমেরিকা, ইউরোপ আর আফ্রিকাতে দুর্গা পূজা প্রায় ৫০ বছর আগেই শুরু হয়ে গেছিল। আর মুসলিম রাষ্ট্র মালয়শিয়ায় ১৯৫২ সাল থেকেই এই উৎসব পালন করে আসছে। মালয়েশিয়ার বাঙালি অ্যাসোসিয়েসান এই পূজা শুরু করেছিল। যদিও ওই দেশের বাঙালিরা ১৯৩০ থেকেই কালি পূজা করে আসছে।

১৯৬০ অথবা ১৯৭০ সাল থেকে আমেরিকা আর ব্রিটেনে মায়ের পূজা হয়ে আসছে। বিদেশে দুর্গা পূজা বাঙালি হিন্দুরা পালন করে আসে। যদিও কিছু বাঙালি মুসলিমরাও এই উৎসবে অংশ নেন। বাংলাদেশের রাজধানী ঢাকায় ঢাকেশ্বরী মাতার পূজা পৃথিবীর সমস্ত হিন্দুদের আকর্ষিত করে। নেপালে এই উতসবকে ‘দশিন” রুপে পালন করা হয়। আমেরিকাতেও বাঙালিরা এই উৎসব পালন করেন। ২০০০ সালের সেপ্টেম্বর মাস থেকে হিউস্টন আর টেক্সাসে দুর্গা পূজা পালিত হয়ে আসছে। প্রবাসী বাঙালিরা হংকং এও দুর্গা পূজা পালন করে। ইউরোপের অনেক দেশেই বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা পালিত হয়। দুর্গা মূর্তি ভারত থেকেই বিদেশে পাঠানো হয়।

জার্মানিতেও বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা পালিত হয়। সুইজারল্যান্ড এবং ইউরোপের অন্যান্য কয়েকটি দেশে ২০০৩ থেকে দুর্গাপূজা পালিত হয়ে আসছে। এছাড়াও নেদারল্যান্ডের কয়েকটি শহরে দুর্গাপূজা পালন হয়। নেপালে দুর্গাপূজাকে ‘দশিন” বলা হয়। সেখানে দশ দিন ধরে এই উৎসব চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.