Bengaluru FC in ISL final: সেমিফাইনাল গড়াল টাইব্রেকারে! আইএসএল-র ফাইনালে বেঙ্গালুরু

আইএসএল ফাইনালে বেঙ্গালুরু এফসি। মুম্বইয়ের বিরুদ্ধে টাইব্রেকারে মেহতাব সিংয়ের শট বাঁচিয়ে দলকে ফাইনালে তুললেন গুরপ্রীত সিং। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২–১। কিন্তু দুই পর্ব মিলিয়ে ফল  ২–২ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েও গোল করতে পারেনি কোনও দলই। 

এদিন ম্য়াচের শুরু থেকে জয়ের জন্য়ই ঝাঁপিয়েছিল মুম্বই। এমনকী, ৮ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগও এসেছিল! কিন্তু পেনাল্টি বাঁচিয়ে দেন বেঙ্গালুরু গোলকিপার  গুরপ্রীত সিং। এরপর ম্য়াচে এগিয়ে যায় বেঙ্গালুরু। ২২ মিনিটে গোল করেন  জাভি হার্নান্ডেজ। এদিকে সমতা ফেরানোর জন্য আরও মরিয়া হয়ে ওঠে মুম্বই। ম্যাচের বয়স তখন ৩০ মিনিট। গোল করেন মুম্বইয়ের বিপিন সিং। এর কিছুক্ষণ পরেই অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়  স্টুয়ার্টের শট। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ১–১ গোলেই । 

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ে মুম্বই। পরপর আক্রমণ তুলে নিয়ে আসে। ৬৬ মিনিটে এগিয়েও যায়। ডানদিক দিক দিয়ে বল নিয়ে উঠে সেন্টার করেন গ্রেগ স্টুয়ার্ট। যদিও বেঙ্গালুরুর শেষরক্ষা হয়নি। গ্রেগ স্টুয়ার্টের কর্ণার থেকে হেডে হোল করে ২–১ করেন মেহতাব সিং। ৮৬ মিনিটে সমতা ফেরানোর সুযোগ এসে গিয়েছিল রয় কৃষ্ণার কাছে। কিন্তু তিনি সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। ম্যাচের নির্ধারিত সময়ে ফল থাকে ১–১। অতিরিক্ত সময়েও খেলার ফল অপরিবর্তিত থাকে। 

টাইব্রেকারে মুম্বইয়ের হয়ে গোল করেন গ্রেগ স্টুয়ার্ট, জর্জ দিয়াজ, ছাংতে, আহমেদ জুহু, রাহুল বেকে, বিক্রম সিং, মোর্তাদা ফল ও বিনিত রাই। মেহতাব সিংয়ের শট আটকান গুরপ্রীত সিং। বেঙ্গালুরুর হয়ে গোল করেন জাভি হার্নান্ডেজ, রয় কৃষ্ণা, অ্যালান কোস্তা, সুনীল ছেত্রী, পাবলো পিরেজ, প্রবীর দাস, রোহিত কুমার, সুরেশ ও সন্দেশ ঝিংগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.