অভাবের সংসারে কোনোরকমে দিন গুজরান করে শান্তিপুর হরিপুর অঞ্চলের সর্দারপাড়ার বাসিন্দা কৌশিক মন্ডল। অসিম মন্ডল পেশায় দিনমজুর। সংসারের অভাব কাটাতে স্বামীর সঙ্গে সঙ্গ দিচ্ছেন তাঁত বুনে স্ত্রী লতিকা মন্ডল।
লতিকার ছোট থেকে ইচ্ছে ছিল পড়াশোনা করার, কিন্তু মায়ের শারীরিক অসুস্থতার কারণে ও অভাব অনটনের কারণে আর পড়া হয়নি। ক্লাস সিক্সেই থেমে যায় তার পড়াশোনা। এরপরেই বিবাহবন্ধনে আবদ্ধ হন ধুবুলিয়ার লতিকা শান্তিপুরের মন্ডল পরিবারের সঙ্গে। তাদের দাম্পত্য জীবনে রয়েছে এক ছেলে ও এক মেয়ে এবং শ্বশুর শাশুড়ি। মেয়ে বড় ও ছেলে ছোট। বড় মেয়ে বর্তমানে শান্তিপুর কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ও ছোট ছেলে এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসবে পূর্ব বর্ধমান জেলার কালনা অম্বিকা উচ্চ বিদ্যালয়ে।
মেয়ের পড়াশোনা করা দেখে মায়েরও ইচ্ছে জাগে পড়াশোনা করার। এরপরই লতিকা সংসারের কাজকর্মের পাশাপাশি মেয়ের বই নিয়ে নাড়াচাড়া করতে থাকে। এই দেখে মামা শ্বশুরের পরামর্শে শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ে ২০১৯- ২০ কুড়ি সালে মাধ্যমিক পাস করেন। এ বছর ৩৮ বছরের লতিকা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবেন শান্তিপুর নৃসিংহপুর উচ্চ বিদ্যালয়ে। পাশে পেয়েছেন বড় মেয়ে ও শ্বশুর শাশুড়িকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে তাঁত বোনাও বন্ধ রেখেছেন লতিকা। জীবনের ইচ্ছেটাকে এগিয়ে নিয়ে যাওয়ায় মন্ডল পরিবারের লতিকার পাশে এসে দাঁড়িয়েছেন পরিজন থেকে শুরু করে প্রতিবেশীরা।