ররিবারেও খোলা স্কুল! আর পাঁচটা দিনের মতো চলল পঠনপাঠনও! কেন? প্রধানশিক্ষকের কাছে জবাব চাইলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। সঙ্গে হুমকি, ‘যতক্ষণ না মুচলেকা দেবেন, ততক্ষণ ঘর থেকে বেরোতে দেওয়া হবে না’। তুমুল উত্তেজনা উত্তর ২৪ পরগনার বাগদায়।
ঘটনাটি ঠিক কী? শুক্রবার বকেয়া ডিএ-র দাবিতে রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল সরকারি কর্মচারীদের যৌথমঞ্চ। সেই ধর্মঘটে সামিল হন বাগদার কনিয়াড়া যাদবচন্দ্র হাইস্কুলের শিক্ষকরাও। সেদিন স্কুল বন্ধ ছিল।
স্রেফ শিক্ষকরাই নন, এদিন স্কুলে আসেন শিক্ষাকর্মীরাও। রবিবার ছুটির দিনেও পঠনপাঠন চলে বাগদার কনিয়াড়া যাদবচন্দ্র হাইস্কুলে। এমনকী, নিজেরা টাকা দিয়ে ছাত্রছাত্রীদের জন্য মিড-ডে মিলেরও ব্যবস্থা করেন শিক্ষকরা। প্রধানশিক্ষক অনুপম সরদার জানান, ‘ধর্মঘটের দিন শিক্ষকরা বলেছিল, স্কুলের আসবে না। সকলের সম্মতিতে রবিবার স্কুল খোলার রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। স্কুলে আসতে রাজি হয়ে যায় ছাত্রছাত্রীরাও’।