শ্রমিকদের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাঠাবে যোগী সরকার

উত্তর প্রদেশের (Uttar Pradesh) যোগী সরকার (yogi government ) শ্রমিকদের সন্তানদের বড়সড় উপহার দিতে চলেছে। উত্তর প্রদেশের মেরঠে পৌঁছে শ্রম বিভাগের (Labour Department) সভাপতি রঘুরাজ সিং (Raghuraj Singh) বলেন, যোগী সরকার শ্রমিকদের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাঠাবে। উনি বলেন, জওহর নবোদয় বিদ্যালয় (Jawahar Navodaya Vidyalaya) এর আদলে মেরঠে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এর নামে অটল আবাসীয় বিদ্যালয় (Atal Awasiya Vidyalaya) বানানো হবে।

রঘুরাজ সিং আরও বলেন, অটল আবাসিয় বিদ্যালয়ে শ্রমিকদের সন্তানদের প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নিঃশুল্ক পড়ানো হবে। যদি পড়ুয়ারা বিদেশে গিয়ে পড়াশুনা করতে চায়, তাহলে তাঁদের বিদেশে পড়াশুনার সমস্ত দ্বায়িত্ব সরকার নেবে। রঘুরাজ সিং বলেন, এই কাজের জন্য বিভিন্ন বিভাগের সাথে বৈঠক করা হয়েছে। উনি বলেন, শ্রমিকদের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য নবোদয় এর আদলেই অটল আবাসীয়  বিদ্যালয় খোলা হবে।

উনি শ্রমিকদের কাছে আবেদন করে বলেন যে, তাঁরা যেন শ্রম বিভাগে রেজিস্ট্রেশন অবশ্যই করায়। মাত্র ১০০ টাকায় ১০ বছরের রেজিস্ট্রেশন হবে শ্রমিকদের। এছাড়াও আজীবন শ্রমিকদের জন্য অনেক কয়েকটি প্রকল্পের কোথাও বলেন তিনি। উনি বলেন, এই সমস্ত সুবিধা শ্রমিকদের পরিবারের মানুষ পাবে। কিন্তু এর জন্য শ্রমিকদের শ্রম বিভাগে রেজিস্টার করা থাকতে হবে। উনি শ্রমিকদের আবেদন করে বলেন, সরকারি প্রকল্পের সুবিধা ভোগ করতে তাঁরা যেন অবশ্যই শ্রম বিভাগে রেজিস্ট্রি করায়।

আপনাদের জানিয়ে রাখি, উত্তর প্রদেশের যোগী সরকার শ্রমিকদের সন্তানদের উচ্চ শিক্ষা দেওয়ার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এর নামে বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে। গোটা রাজ্যে শ্রমিকদের বাচ্চাদের বিনা খরচে পড়াশুনার জন্য ১৮ টি বিদ্যালয় খোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.