হাতেনাতে শাস্তি দেওয়ার বিষয় একেবারে জনপ্রিয় হয়ে উঠেছে বিজেপি শাসিত রাজ্যগুলি। মধ্যপ্রদেশের শাহদোল এলাকায় আবারো একেবারে হাতেনাতে শাস্তি দেওয়ার উদাহরণ গড়ে তুলল বিজেপি শাসিত সরকারের প্রশাসন। গণধর্ষণে অভিযুক্তর বেআইনি ভাবে তৈরি বাড়ি বুলডোজার চালিয়ে ভেঙ্গে দিলেন মহিলা পুলিশ কর্মীরা।
কিছুদিন আগে শাহাদেল এলাকার একাধিক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল চারজন স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে। এদের মধ্যে তিনজনকে আগে গ্রেপ্তার করা হয়। কৌশল কিশোর চৌবে নামের চতুর্থ অভিযুক্ত দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, শুক্রবার সে ধরা পড়ে। কৌশল ধরা পড়ার পরই পুলিশ তার বেআইনি ভাবে তৈরি বাড়িতে বুলডোজার চালিয়ে দিয়েছে। তাৎপর্যপূর্ণভাবে বুলডোজারের চালকের আসনে বসেছিলেন মহিলা পুলিশ কর্মীরা।
স্থানীয় পুলিশ আধিকারিকরা বুলডোজার দিয়ে বাড়ি ভাঙ্গার কথা জানিয়েছেন। শাহদলের পুলিশ সুপার প্রতীক কুমার জানিয়েছেন, কিছুদিন আগেও এলাকায় দুটি আলাদা আলাদা গণধর্ষণের অভিযোগ ওঠে। তাতে তিনজনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। শুক্রবার আরেক অভিযুক্তকে গ্রেফতার করে তার বেআইনি বাড়ি ভেঙ্গে দেওয়া হয়েছে। পুলিশের অভিযোগ, কৌশল চৌবে সরকারি জমিতে বেআইনিভাবে বাড়ি তৈরি করেছিল। তবে এটা প্রথম নয়, এর আগেও মধ্যপ্রদেশ পুলিশ গণধর্ষণে অভিযুক্তদের বাড়িতে বুলডোজার চালিয়েছে।