আন্তর্জাতিক নারী সপ্তাহ উদযাপন উপলক্ষে জাতীয় মহিলা কমিশন ও মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে, আজ দুপুরে মেদিনীপুরের রাঙামাটির শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে টাটা মেটালিক্স স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে একটি আইনি শিবিরের আয়োজন করা হয়। প্রায় ৬০ জন ছাত্রী এই শিবিরে উপস্থিত ছিল।
শিবিরের মুখ্য আলোচক কাজী মহম্মদ মুর্তজা ভ্রূণ হত্যা, নারীপাচার, পারিবারিক হিংসা, শিশুদের যৌন হয়রানি প্রতিরোধ, বধূ নির্যাতন ও বিভিন্ন ঘটনার শিকার হওয়া ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন। অংশগ্রহণকারীদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। মহিলাদের সুরক্ষা সম্পর্কিত বই ও লিফলেট অংশগ্রহণকারীদের মধ্যে বিতরণ করা হয়।