3 Years of Covid Pandemic: তিন বছর পূর্ণ হল করোনা-বিভীষিকার! এখন কোথায় ঘাপটি মেরে বসে আছে সে?

 দেখতে-দেখতে তিন বছর হয়ে গেল সেই বিভীষিকার। অতিমারী বিভীষিকা। কোভিড প্যান্ডেমিক। মানুষের স্মৃতি থেকে এর দগদগে ঘা যাওয়ার নয়। যায়ওনি। তাই আজও মানুষ যে কোনও ভাইরাসের কথা শুনলেই আঁতকে ওঠেন। সম্প্রতি সেই রকমই আতঙ্কের জন্ম দিয়েছে কখনও অ্যাডিনো ভাইরাস, কখনও এইচথ্রিএনটু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তবে, এর মধ্যেই তিন বছর পূর্ণ হল কোভিড অতিমারীর। এখন সব চেয়ে আলোচিত যে প্রশ্নটি সেটা হল– কোভিডের ভীতি কি সবটা গিয়েছে?

বিশ্ব জুড়ে প্রায় ৭০ লক্ষ মানুষ মারা গিয়েছেন। কোভিডের পরের ধাপে মানুষ টিকা আবিষ্কার করেছে, টিকার ব্যাপক প্রয়োগও করেছে। এর ফলে পরের দিকে মৃত্যুহার কমেছে, সংক্রমণহারও নিয়ন্ত্রণে থেকেছে। কিন্তু বিশ্ব থেকে কি সম্পূর্ণ নির্মূল হয়েছে কোভিড? ভাইরাস বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, যে কোনও মুহূর্তেই নতুন কোনও একটা ভ্যারিয়েন্ট নিয়ে আবির্ভূত হতেই পারে করোনা। তখন আবার নতুন করে শুরু হবে বাঁচার লড়াই। তবে আপাতত সেই আশঙ্কা কম। আপাতত বিশ্বের কোনও প্রান্তেই করোনার চোখ রাঙানি নেই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.