আগামী ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam 2023)। মাধ্যমিকের সময় ইংরেজি প্রশ্নপত্র বাইরে ফাঁস হয়ে যাওয়া নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য। এবার তাই আগেভাগেই উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় মোবাইল ফোন (Mobile Phone) ব্যবহার আটকাতে বদ্ধপরিকর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
এদিন সাংবাদিক সম্মেলন করে তেমনটাই জানালেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
তিনি বলেন, ‘পাইলট প্রজেক্ট হিসাবে আমরা রাজ্যের অতি স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলিতে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ব্যবহার করব। মোবাইল ফোন ছাড়াও পরীক্ষাকেন্দ্রে অনেক সময় অন্যান্য ইলেকট্রনিক বস্তুও নিয়ে ঢুকে যায় পড়ুয়ারা। সেটাও যাতে আটকানো যায়, সেকারণেও এই ডিটেক্টর ব্যবহার করা হবে। এবছর উচ্চমাধ্যমিকে পাইলট প্রোজেক্ট হিসাবে এটাই শুরু করা হচ্ছে।’
এর পাশাপাশি সংসদ জানিয়েছে, এবার শুধুমাত্র ভ্যেনু সুপারভাইজারদেরই মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি রয়েছে। শিক্ষক-শিক্ষিকারাও ফোন নিজের কাছে রাখতে পারবেন না পরীক্ষা চলাকালীন। যখন প্রশ্নপত্র খোলা হবে, তখন কেউ মোবাইল ফোন নিয়ে ভিতরে থাকতে পারবেন না। নির্দেশ সত্ত্বেও যদি কেউ মোবাইল ফোন ব্যবহার করেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন ভ্যেনু সুপারভাইজার।
উল্লেখ্য, এবছর উচ্চমাধ্যমিকে নতুন ধরনের উত্তরপত্র পাবেন পরীক্ষার্থীরা। দু’ধরনের উত্তরপত্র দেওয়া হচ্ছিল এতদিন। তবে এতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সেটা বুঝতে পেরেই এবছর একটাই উত্তরপত্রের ব্যবস্থা করছে সংসদ। প্রসঙ্গত, আগামী ১৪ মার্চ থেকে ২৭ মার্চ অবধি চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। কিন্তু ফলাফল প্রকাশ কবে হবে, সেটাও শুক্রবারের সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে। সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ‘জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশের চেষ্টা করা হবে। জুনের ১০ তারিখের মধ্যে উচ্চমাধ্যমিকের রেজাল্ট বেরোবেই, এটা হলফ করে বলতে পারি।’