ফের চাকরি বাতিল! এবার এসএসসি-র গ্রুপ সি-তে। কতজনের? ৮৪২ জন চাকরি বাতিলের নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, তাঁদের মধ্যে আবার ৭৮৫ জনের নিয়োগের সুপারিশ প্রত্যাহার করতে বলা হল স্কুল সার্ভিস কমিশনকে। এরপর নিয়োগ বাতিল করবে পর্ষদ। আদালতের নির্দেশ, ‘ওই ৭৮৫ জন স্কুলে ঢুকতে পারবেন না। স্কুলের কোনও নথি ছুঁতে পারবেন না’।
এর আগে, হাইকোর্টে গ্রুপ ডি পদে নিয়োগে বেনিয়মের কথা স্বীকার করে নিয়েছিল এসএসসি। স্রেফ ১ হাজার ৯১১ জনের চাকরি বাতিল নয়,৩ সপ্তাহের মধ্যে বেতন ফেরতেরও নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে বেতন ফেরতের নির্দেশে স্থগিতাদেশ জারি করে ডিভিশন বেঞ্চ। চাকরি বাতিলের নির্দেশ অবশ্য বহাল রাখা হয়েছিল। কেন? সু্প্রিমে কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিহারা। কিন্তু এসএসসি গ্রুপ ডি-তে চাকরি বাতিলের নির্দেশই বহাল রেখেছে শীর্ষ আদালত। সঙ্গে চাকরি বাতিলের জেরে শূন্যপদে কাউন্সেলিং-র উপর স্থগিতাদেশও।