বসন্তের বাতাসে শিরশিরানি তো দূরঅস্ত, উষ্ণতার বাড়বাড়ন্তই এবছর বেশি ছিল। তবে সেই তীব্রতা দহন থেকে এবার কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে৷ অকাল কালবৈশাখীতে ভিজতে পারে বাংলার একাধিক জেলা এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
2/6
কালবৈশাখী
আগামী সপ্তাহেই আবহাওয়ায় বদল আসবে। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, রাজ্য জুড়েই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। একটি অক্ষরেখা উত্তর প্রদেশ থেকে মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত। সেই অক্ষরেখার প্রভাব দক্ষিণবঙ্গের উপর পড়বে।
3/6
কালবৈশাখী
অক্ষরেখার অবস্থানের জেরেই পুরুলিয়া,বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল পুরুলিয়া,বাঁকুড়া, পশ্চিম বর্ধমান,পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ,মালদা ও দুই দিনাজপুরে ঝড় বৃষ্টি হতে পারে।
4/6
কালবৈশাখী
অন্যদিকে, কলকাতা ও উপকূলীয় জেলাগুলিতে অবশ্য ঝড়- বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে আগামী ২ দিন আকাশ মেঘলা থাকবে। পরশু থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না।
5/6
কালবৈশাখী
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, কলকাতার তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩ থেকে ২৪ এর আশেপাশে থাকবে।
6/6