জাতীয় নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামল কেশিয়াড়ি বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। বৃহস্পতিবার দুপুরে কেশিয়ারির বিদ্যুৎ দপ্তরের অফিস থেকে কেশিয়াড়ির বিডিও অফিস পর্যন্ত একটি পথসভার মাধ্যমেই সাধারণ মানুষকে সচেতন করতে দেখা যায় বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের। ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুতের তারে কাজ না করার পরামর্শ দেওয়ার পাশাপাশি যে সমস্ত তার ঝুলে সেই সমস্ত তারের বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ চুরি নিয়েও কড়া বার্তা দেওয়া হয় এই পথসভা থেকে।
৪ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত জাতীয় নিরাপত্তা দিবস হিসেবে পালিত হয়। আর তাই বৃহস্পতিবার সাধারণ মানুষকে বিদ্যুৎ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করতে দেখা গেল কেশিয়াড়ি বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের বেলদা ডিভিশনের ডিএম গৌতম রায়, এইচ আর মৌমিতা মজুমদার সহ কেশিয়াড়ি বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার সুবীর কুমার সহ আরো অনেকে।