অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার দিনই তাঁর সমর্থনে ব্যাট ধরলেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। সোশাল মিডিয়া পোস্টে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে একজন ব্যবসায়ী বলে সম্বোধন করার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও গোরু পাচারে যুক্ত বলে নিশানা করেন মনোরঞ্জন ব্যাপারী।
গোরু পাচার মামলার টাকা কোথায় এবং হিসাব বহির্ভূত বিপুল আয়ের উৎস জানতে জেরার জন্য অনুব্রত মণ্ডলকে মঙ্গলবার দিল্লি নিয়ে গিয়েছে ইডি। তাঁর দিল্লি যাত্রার দিনেই বিস্ফোরক পোস্ট সমাজসেবী হিসেবে পরিচিত বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর।
বীরভূমের দাপুটে নেতা অনুব্রতর সমর্থনে তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘ওঁরা বলছে কেষ্ট মণ্ডল গোরু চোর! আমার জিজ্ঞাসা… কটা গোরু কেষ্টমণ্ডল চুরি করেছে? হাটে গোরু বিক্রি হয়। ব্যাপারীরা সেটা কম দামে কেনে আর বেশি দামে বেচে। এটা একটা ব্যবসা। তা বিহার, উত্তরপ্রদেশ থেকে আসা গোরু সে যদি কিনে বেচে থাকে সেটার মধ্যে চুরি কথাটা আসে কী করে? তাহলে কী ব্যবসায়ী মাত্রই চোর!’ অনুব্রত সমর্থনে প্রশ্ন তুলেছেন মনোরঞ্জন ব্যাপারী।
এখানেই শেষ নয়, এই গোরু পাচার প্রসঙ্গেই মনোরঞ্জন ব্যাপারীর নিশানায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাম করেই তাঁকে পাচারে যুক্ত বলে অভিযোগ তৃমমূল নেতার। তাঁর দাবি, ”বলা হচ্ছে বাংলাদেশে গরু পাঁচার করেছে। তা বর্ডারে তো অমিতবাবুর বিএসএফ পাহারায় থাকে। তাঁরা সেই গরু ধরেনি কেন? তাহলে কী ওঁরও একটা ভাগ ছিল? যদি তা হয় তিনিও তো ওই!’
বলাগড়ের তৃণমূল বিধায়ক সোশাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চোর বলার সাহস নেই কারও। তাঁর দাবি, সবাই ভয়ে এই সত্যি কথাটা বলতে পারছে না। শুধু তাই নয়, অনুব্রতর বিরুদ্ধে যারা গলা তুলছে তাঁদের ‘মুখ বন্ধ করতে হলে এখন দমদম দাওয়াই দরকার!’ বলেও লিখেছেন তৃণমূল বিধায়ক।