মোতেরা স্টেডিয়ামে চক্কর কাটলেন মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, ফেটে পড়ল গ্যালারি

দ্য ওয়াল ব্যুরো: মোতেরায় চলছে ভারত (India) বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। বৃহস্পতিবার সেই ম্যাচ শুরুর আগে ভারত অধিনায়ক রোহিত শর্মার হাতে বিশেষ টেস্ট ক্যাপ তুলে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। অন্যদিকে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথের হাতে টুপি তুলে দেন সেদেশের প্রধানমন্ত্রী (Australian PM) অ্যান্টনি অ্যালবানেজও।

https://platform.twitter.com/embed/Tweet.html?dnt=false&embedId=twitter-widget-0&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbWl4ZWRfbWVkaWFfMTU4OTciOnsiYnVja2V0IjoidHJlYXRtZW50IiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19leHBlcmltZW50c19jb29raWVfZXhwaXJhdGlvbiI6eyJidWNrZXQiOjEyMDk2MDAsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZHVwbGljYXRlX3NjcmliZXNfdG9fc2V0dGluZ3MiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3ZpZGVvX2hsc19keW5hbWljX21hbmlmZXN0c18xNTA4MiI6eyJidWNrZXQiOiJ0cnVlX2JpdHJhdGUiLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2xlZ2FjeV90aW1lbGluZV9zdW5zZXQiOnsiYnVja2V0Ijp0cnVlLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3R3ZWV0X2VkaXRfZnJvbnRlbmQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfX0%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=1633681241018093568&lang=en&origin=https%3A%2F%2Fm.dailyhunt.in%2Fnews%2Findia%2Fbangla&sessionId=24cf2db83673d6a63f37be24f183793ddf8f157a&theme=light&widgetsVersion=aaf4084522e3a%3A1674595607486&width=550px

টুপি তুলে দেওয়ার পর দুই অধিনায়কের হাত ধরে দাঁড়ান দুই রাষ্ট্র প্রধান। এরপর হাতে হাত রেখে গলফ কার্টে চেপে গোটা মাঠ প্রদক্ষিণ করেন দুই প্রধানমন্ত্রী। স্টেডিয়ামের আনাচ-কানাচ থেকে তখন ভেসে আসছে মোদী মোদী চিত্‍কার। চোখের সামনে প্রধানমন্ত্রীকে দেখে তখন রীতিমতো ফেটে পড়েছে মোতেরার গ্যালারি।

https://platform.twitter.com/embed/Tweet.html?dnt=false&embedId=twitter-widget-1&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbWl4ZWRfbWVkaWFfMTU4OTciOnsiYnVja2V0IjoidHJlYXRtZW50IiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19leHBlcmltZW50c19jb29raWVfZXhwaXJhdGlvbiI6eyJidWNrZXQiOjEyMDk2MDAsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZHVwbGljYXRlX3NjcmliZXNfdG9fc2V0dGluZ3MiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3ZpZGVvX2hsc19keW5hbWljX21hbmlmZXN0c18xNTA4MiI6eyJidWNrZXQiOiJ0cnVlX2JpdHJhdGUiLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2xlZ2FjeV90aW1lbGluZV9zdW5zZXQiOnsiYnVja2V0Ijp0cnVlLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3R3ZWV0X2VkaXRfZnJvbnRlbmQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfX0%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=1633683649743974400&lang=en&origin=https%3A%2F%2Fm.dailyhunt.in%2Fnews%2Findia%2Fbangla&sessionId=24cf2db83673d6a63f37be24f183793ddf8f157a&theme=light&widgetsVersion=aaf4084522e3a%3A1674595607486&width=550px

জাতীয় সঙ্গীত শুরুর আগে ফের দুই দেশের প্রধানমন্ত্রী দু’দলের অধিনায়কের হাত ধরে মাঠে নেমে আসেন। খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করে পরিচয় সারেন তাঁরা। শুরু হয় জাতীয় সঙ্গীত। বিরাট-রোহিতদের পাশে দাঁড়িয়ে ‘জন-গণ-মন’-তে গলা মেলান নরেন্দ্র মোদীও। সবশেষে গ্যালারিতে থাকা দর্শকদের দিকে হাত নেড়ে মাঠ ছাড়েন প্রধানমন্ত্রী।

বুধবারই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ রাষ্ট্রীয় সফরের অংশ হিসাবে ভারতে এসে আমদাবাদ পৌঁছেছেন। সেখানে নেমেই অ্যালবানেজ টুইটারে লেখেন, ‘ভারতের আমদাবাদে পৌঁছলাম। অস্ট্রেলিয়া-ভারত সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ সফরের সূচনা হল।’ এরপর অ্যালবানেজ আরও বলেন, তাঁর সফর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর এবং মজবুত করার কাজ করবে।

বুধবার অ্যালবানেজকে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল আমদাবাদে স্বাগত জানান। এরপর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে মহাত্মা গান্ধীর সবরমতি আশ্রমেও যান তিনি। সূত্রের খবর, অস্ট্রেলিয়ান হাইকমিশনার ব্যারি ও’ফারেল বলেছেন, ‘দুই দেশের সম্পর্ক মজবুত করে এমন একটি জিনিস হল ক্রিকেট এবং সেই ক্রিকেট মাঠেই দুই দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকলে তা বড় বার্তা দেবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.