BAN vs ENG: বিশ্বজয়ীদের হারিয়ে নতুন ইতিহাস গড়ল সাকিবের বাংলাদেশ

শেষ একদিনের ম্যাচ জেতার পর বেড়ে গিয়েছিল আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়েই জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ (Bangladesh)। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে (English) ৬ উইকেটে হারিয়েছে টাইগার্সরা। টি-টোয়েন্টিতে জস বাটলারের (Jos Buttler) দেশের বিরুদ্ধে এটাই সাকিব আল হাসানদের (Shakib Al Hasan) প্রথম জয়।

ইংল্যান্ডের দেওয়া ১৫৭ রানের লক্ষ্যে বাংলাদেশ পৌঁছে গিয়েছিল ১২ বল হাতে রেখেই। রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৩ রান এনে দেন লিটন কুমার দাস ও রনি তালুকদার। রনির (২১) আউট হওয়ার পর ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। কিছুক্ষণ পর সাজঘরে ফিরেন লিটনও (১২)। এরপর তৃতীয় উইকেটে ৬৫ রান আনেন নাজমুল হোসেন শান্ত ও অভিষেক ঘটানো তৌহিদ হৃদয়। হৃদয় ২৪ রানে ফিরলেও ঝোড়ো ব্যাটিংয়ে অর্ধশতরান করেন শান্ত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.