১৫ বছর পর বিজেপির হাত থেকে মধ্যপ্রদেশকে ছিনিয়ে নেয় কংগ্রেস৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারায় রাহুল গান্ধীর দল৷ সেই রাজ্যে ফের ফুটছে পদ্মের কুঁড়ি৷ রাজ্যে কংগ্রেস ক্ষমতায় থাকলেও বিভিন্ন জনমত সমীক্ষা লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশে বিজেপিকেই এগিয়ে রাখছে৷ হিন্দিবলয়ের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য মধ্যপ্রদেশে ২০টির বেশি আসন বিজেপির ঝুলিতে যাবে বলে জানাচ্ছে নিউজ নেশনের জনমত সমীক্ষা৷
মধ্যপ্রদেশে লোকসভা আসন ২৯টি৷ নিউজ নেশনের জনমত সমীক্ষা বলছে, এবার অন্তত ২১টি আসনে জয়ী হবে বিজেপি৷ বাকি আটটি আসন ভাগাভাগি হবে কংগ্রেস ও অন্যান্যদের মধ্যে৷ শতাংশের নিরিখে দেখলে মোট ভোটের ৪১ শতাংশ ভোট যাবে বিজেপির কাছে৷ কংগ্রেস পাবে ৩৫ শতাংশ ভোট৷ অর্থাৎ বিধানসভা ভোট বির্পযয়ের তেমন প্রভাব বিজেপির ভোট বাক্সে পড়বে না৷ অন্তত জনমত সমীক্ষা তাই বলছে৷
তবে গতবারের সঙ্গে এই জনমত সমীক্ষার তুলনা টানলে বিজেপি নেতারা কিছুটা নিরাশ হবেন৷ কারণ ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ২৬টি আসন পায়৷ কংগ্রেস জেতে ৩টি আসনে৷ অর্থাৎ গতবারের তুলনায় বিজেপির আসন কমছে৷ কংগ্রেস কিছুটা লাভবান হবে৷