রাষ্ট্রসঙ্ঘে পাক বিদেশমন্ত্রী বিলাবলকে ধুয়ে দিলেন ভারতের রুচিরা কম্বোজ

 রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদে ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ তুলেছিলেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি। আর তার জবাবেও কড়া মন্তব্য করেছেন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ভারতের প্রতিনিধি রুচিরা কম্বোজ।

বেলাবোল বলেছিলেন, কাশ্মীরে মেয়েদের কোনো স্বাধীনতা নেই। ভারতের রাষ্ট্রশক্তি সেখানে মেয়েদের উপর দমন পীড়ন চালাচ্ছে। পাক বিদেশমন্ত্রী বলেন, ভারতের ভূখন্ডে থাকা কাশ্মীরের মহিলারা অসহায়। যে কোনো বয়সের মহিলারা নিরাপদে নেই।

রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদের নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক বিতর্কে অংশ নিয়ে পাকিস্তান এসব বলে মোটেই পার পেয়ে যায়নি। জবাবে ভারতের প্রতিনিধি বলেন, পাকিস্তানের বিদেশ মন্ত্রী যা বলেছেন তা শুধু ভিত্তিহীন নয়, ঘৃণ্য ও রাজনৈতিক অভিসন্ধি মূলক। একইসঙ্গে রুচিরা বলেছেন, পাকিস্তান যে সব অভিযোগ তুলেছে, তা জবাব দেওয়ারও অযোগ্য।

রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ বলেন, আমাদের ফোকাস থাকবে ইতিবাচক এবং দূরদর্শী। নারী শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডার পূর্ণ বাস্তবায়নকে ত্বরান্বিত করতে আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে শক্তিশালী করার জন্য আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিতর্কের বিষয়কে সম্মান করি এবং সময়ের গুরুত্ব স্বীকার করি।

এর আগে কম্বোজ চলতি মাসে আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে মোজাম্বিকের প্রেসিডেন্টের নেতৃত্বে কাউন্সিল বিতর্কসভা চলাকালীন পাকিস্তানের বিদেশ মন্ত্রী জারদারির, জম্মু-কাশ্মীর উত্থাপনের করা জবাব দেন। ভারত পাকিস্তানকে স্পষ্ট জানিয়ে দেয় যে, জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং তাই থাকবে। ভারত আরো বলে, যে তারা পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক প্রতিবেশী সুলভ সম্পর্ক চায় কিন্তু ইসলামাবাদকে প্রথমে সন্ত্রাস ও শত্রুতা মুক্ত পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.