শান্তিনিকেতন থানার অন্তর্গত কোপাই সন্নিকট রতনপুর গ্রামে গড়ে ওঠা একটি সাংস্কৃতিক ও সমাজ সেবামূলক প্রতিষ্ঠান ‘সৃজন’। বিভিন্ন কাজে সর্বদা গ্রামের মানুষের পাশে থাকার প্রয়াস করে। বুধবার এই ‘সৃজন’ কেন্দ্রেই অনুষ্ঠিত হলো স্বাস্থ্য পরীক্ষা শিবির।
গ্রামের সাধারণ দুঃস্থ মানুষজনের জন্য বিনা পয়সায় এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই দিন বিশেষত মুখের রোগ ও দাঁত সম্পর্কিত যে কোনো রোগের প্রাথমিক চিকিৎসা করা হয়। এই শুভ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বোলপুরের বিশিষ্ট চিকিৎসক দিব্যেন্দু পান্ডা (মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ)। সমগ্র অনুষ্ঠানটির আয়োজক ছিলেন ‘সৃজন’-এর দুই ভাই কালীকৃষ্ণ ও রামকৃষ্ণ ভট্টাচার্য।
রতনপুর ও আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে মানুষের সমাগম হয়েছিল। ডাক্তারবাবু সবাইকে যত্নসহকারে পরীক্ষা করেন এবং শেষে দাঁতের যত্ন সম্পর্কে বিভিন্ন তথ্য পরিবেশন করে গ্রামবাসীকে সচেতন করার প্রয়াস করেন। ছোট শিশু থেকে গ্রামের বৃদ্ধ-বৃদ্ধা সবাই আজ এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করে উপকৃত হয়েছেন।