শীত পেরিয়ে এ বার গ্রীস্মের দিকে প্রবেশ করছে বাংলার আবহাওয়া।
বিভিন্ন সময়ে গ্রীস্ম ও বর্ষা জুড়ে একাধিক সাইক্লোনের তাণ্ডব দেখেছে এ রাজ্য। কিন্তু আপনি কী শুনেছেন, পৃথিবীর দীর্ঘতম সময় জুড়ে চলা সাইক্লোনের কথা! যা এ বার উঠে এসেছে শিরোনামে। সাইক্লোন ফ্রেডির কথা আগেই আলোচনা হয়েছে।
এ বার সেই আলোচনাই ফের নতুন করে শুরু হয়েছে। কারণ ফেব্রুয়ারি ৩ তারিখে শুরু হওয়া এই ঝড়ের দাপট নাকি এখনও শেষ হয়নি। মাদাগাস্কার ও মোজাম্বিকে তাণ্ডব চালিয়েও খান্ত হয়নি এই ঝড়। দ্যা ওয়েদার নেটওয়ার্কের দাবি অনুসারে, এই ঝড়টি বিরলতম ঝড়ের উদাহরণ হিসাবে উঠে এসেছে।
এটি ২০২৩ সালের প্রথম ক্যাটাগরি ৫-এর সাইক্লোন। এখনও পর্যন্ত এটি ১০ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে, কিন্তু তবুও সে শান্ত হয়নি। এখনও পর্যন্ত একটি নয়, মোট দু’টি ল্যান্ডফল করেছে ফ্রেডি। একটি মাদাগাস্কারে ও অন্যটিকে মোজাম্বিকে।
সেখানে অনেকেই প্রাণ হারিয়েছেন। কিন্তু এখন নতুন করে এটি তৃতীয় ল্যান্ডফলের জন্য প্রস্তুত হচ্ছে। ১৯৯৪ সালে হ্যারিকেন জন যে দীর্ঘতম ঝড়ের রেকর্ড করেছিল, ফ্রেডি সেটা ভেঙে দিতে চলেছে বলেই মনে করছেন অনেকে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আরও এক সপ্তাহ এই তীব্র ফোঁসফোঁসানি বজায় থাকবে ফ্রেডির। এটি ফের মাদাগাস্কার ও মোজাম্বিকে আছড়ে পড়তে পারে বলেই মনে করা হচ্ছে।