সময় ফুরিয়ে আসছে আধার কার্ড-প্যান কার্ড লিঙ্ক করার। আগামী ৩১ মার্চের মধ্যে আপনি যদি আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক না করেন, তবে পরেরদিন থেকে অর্থাত্ ১ এপ্রিল থেকে অকেজো হয়ে যাবে প্যান কার্ড। কারণ কেন্দ্রের তরফে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে আধার কার্ড ও প্যান কার্ডের লিঙ্ক।
আগে একাধিকবার এই দুই গুরুত্বপূর্ণ নথি লিঙ্ক করার মেয়াদ বাড়ানো হলেও, এবার আর মেয়াদ বাড়ানো হবে না বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সুতরাং আপনি যদি এখনও আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন, তবে ১ এপ্রিল থেকেই নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড।
কেন্দ্রীয় তথ্য় প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আধার কার্ডের সঙ্গে প্য়ান কার্ডের লিঙ্ক করা বাধ্যতামূলক। তথ্য় প্রযুক্তি আইন অনুযায়ী, প্রত্য়েক প্যান কার্ড হোল্ডারদেরই আগামী ৩১ মার্চের মধ্যে আধার কার্ডের সঙ্গে তাদের পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্যান লিঙ্ক করাতে হবে। যদি কেউ এই নির্দিষ্ট সময়ের মধ্যে দুটি কার্ডের সংযুক্তিকরণ বা লিঙ্ক না করে থাকেন, তবে ১ এপ্রিল থেকেই প্যান কার্ড অকেজো হয়ে যাবে। এরপরে আর প্যান কার্ড ব্যবহার করে আয়কর বা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারবেন না। যদি ১ এপ্রিলের পর আপনি আধার-প্যান কার্ড লিঙ্ক করাতে চান, তবে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।
তবে কেন্দ্রের তরফে এই বাধ্যতামূলক নিয়মের মাঝেও ছাড় দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, মোট ৪টি শ্রেণি বা ক্যাটেগরিকে আধার কার্ড-প্যান কার্ড লিঙ্ক করা থেকে ছাড় দেওয়া হয়েছে।
কারা ছাড় পাবেন?
- যদি আপনি অসম, মেঘালয় ও জম্মু-কাশ্মীর কেন্দ্র শাসিত অঞ্চলের বাসিন্দা হন, তবে আপনাকে আধার কার্ড-প্যান কার্ড লিঙ্ক করতে হবে না।
- আয়কর আইন, ১৯৬১-র নিয়ম অনুযায়ী, যদি আপনি অনাবাসী ভারতীয় হন, তবে আপনাকে আধার কার্ড-প্যান কার্ড লিঙ্ক করতে হবে না।
- যদি আপনার বয়স ৮০ বছর বা তার বেশি হয়, তবে আপনাকে আধার কার্ড-প্যান কার্ড লিঙ্ক করাতে হবে না।
- যদি আপনি ভারতের নাগরিক না হন, তবে আধার ও প্যান কার্ডের লিঙ্ক করাতে হবে না।