কলকাতার হিন্দুদের রক্ষাকর্তা শ্রী গোপাল মুখার্জির নামাঙ্কিত ইংরেজি পেজটি মুছে দিলো উইকিপিডিয়া

OpIndia প্রকাশিত খবর অনুযায়ী ১৯৪৬ সালে কলকাতার হিন্দুদের রক্ষাকর্তা শ্রী গোপাল মুখার্জির নামাঙ্কিত ইংরেজি পেজটি মুছে দিলো উইকিপিডিয়া।

গোপাল মুখার্জি ওরফে গোপাল পাঠার সম্বন্ধে তথ্য ইংরেজি ভাষায় আর পাওয়া যাবে না উইকিপিডিয়ায়। আর এই পেজ মুছে দেওয়ার পিছনে রয়েছে উইকিপিডিয়া(Wikipedia)-র পাকিস্তানি এডিটরদের হাত।

পেজ মুছে দেওয়ার ঘটনাটি প্রথম সামনে আনেন লেখিকা মনিদীপা বসু। গত ২৮শে ফেব্রুয়ারি, তিনি টুইটারে প্রশ্ন তোলেন, ‘ হ্যালো উইকিপিডিয়া, কেন গোপাল মুখার্জি ওরফে গোপাল পাঠার পেজটি ডিলিট করা হয়েছে?’ তিনি আরও লেখেন যে মুসলিম লীগের ডাকে এবং ব্রিটিশদের সমর্থনে হওয়া ১৯৪৬ সালের Direct Actions Day’ – এর দিনে গোপাল মুখার্জি একাই রক্ষী দল গড়ে তুলেছিলেন। সেই দল কলকাতার বহু হিন্দু পুরুষ ও মহিলাদের রক্ষা করেছিল।

পেজটি ডিলিট করে দেওয়ার পিছনের ইতিহাসও বেশ চমকপ্রদ। পেজটি ডিলিট করার পিছনে পাকিস্তানে থাকা উইকিপিডিয়ার ধর্মান্ধ এডিটরদের ভূমিকা স্পষ্ট। এডিটর কামরান(Editorkamran) নামে এক ব্যক্তি এই বছরের ফেব্রুয়ারি মাসের ৯ তারিখে গোপাল মুখার্জির পেজটি ডিলিট করতে পদক্ষেপ নেন। তিনি লেখেন,

“Apparently known for attacking Muslims on Direct Action Day, the article on Direct Action Day makes no mention of this person.”

এমনকি আরও বলা হয় যে পেজে গোপাল মুখার্জি সম্বন্ধে যেসব তথ্য দেওয়া হয়েছে, সেসবের কোনও সত্যতা নেই। একবিংশ শতাব্দীর ঐতিহাসিকদের লেখায় গোপাল মুখার্জির সম্বন্ধে তেমন কোনও তথ্য পাওয়া যায়না বলেও অভিযোগ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.