তৃণমূলের সম্পদরাই আজ বিজেপিতে। পার্থ চট্টোপাধ্যায়কে জবাব দিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
শুক্রবার অর্জুন সিং-এর দলত্যাগ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘যারা কামাতে চাইছে তারাই বিজেপিতে যাচ্ছে। তৃণমূল থেকে কেউ যাচ্ছে না।’
এরপরই, হাওড়ায় বিজেপির সদর দফতরে দিলীপ ঘোষ বলেন, ‘এসব ফালতু কথা বলে লাভ নেই। যারা ওদের সম্পদ ছিল তারাই আজকে বিজেপির দিকে চলে আসছে।’ তাঁর দাবি হতাশা থেকেই তৃণমূল এসব কথা বলছে।
তিনি আরও বলেন, ‘তৃণমূল প্রার্থী পাচ্ছে না। নাবালকদের প্রার্থী করছে। টিএমসি কি অবস্থায় আছে ওনার থেকে কেউ বেশি ভাল জানে না।’ দিলীপের কথায়, অর্জুন সিং গ্রেফতার হবেন কিনা তা তৃণমূলই ঠিক করবে। নির্বাচন কমিশন দেখছে। চাইলেই আর গ্রেফতার করতে পারবে না। তাঁর মতে, এই ট্রেলার শেষ হবে ২৩ মে।
শুক্রবার বিকেলে ভারতীয় জনতা পার্টি হাওড়া সদরের তরফ থেকে শরৎ সদন হলে শক্তি কেন্দ্র প্রমুখ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, সাধারণ সম্পাদক সঞ্জয় সিং, হাওড়া জেলা সভাপতি সুরজিৎ সাহা প্রমুখ।